Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • চিকেনস নেক থেকে বাংলাদেশ সীমান্ত—অতিসংবেদনশীল ইস্টার্ন জোনে মোদীর কড়া নজর
দেশ

চিকেনস নেক থেকে বাংলাদেশ সীমান্ত—অতিসংবেদনশীল ইস্টার্ন জোনে মোদীর কড়া নজর

modi on i day
Email :5

ভারতের নিরাপত্তা নিয়ে পাকিস্তান বরাবরই বড় চিন্তার বিষয়। সীমান্তে সন্ত্রাস ছড়ানোর অভিযোগে নয়াদিল্লি বহুবার চাপ তৈরি করেছে ইসলামাবাদের উপর। কিন্তু এখন শুধু পাকিস্তান নয়, নতুন করে চিন্তার তালিকায় যোগ হয়েছে বাংলাদেশও। এতে উদ্বিগ্ন দেশের নিরাপত্তা বাহিনী, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Modi)।

এই পরিস্থিতি সামাল দিতে মোদী (PM Modi) আসতে চলেছেন কলকাতায়। দেশের পূর্বাঞ্চলের সীমান্ত নিয়ে সেনার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি (PM Modi)। সূত্রের খবর, আগামী মাসের তৃতীয় সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেখানে থাকবেন পূর্বাঞ্চলের সেনা কমান্ডাররা এবং সেনার অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। তবে সরকারিভাবে এখনও বৈঠকের তারিখ ঘোষণা হয়নি (PM Modi)।

প্রশ্ন উঠছে, এত বড় বৈঠক কেন রাজধানী নয়, কলকাতায়? সেনা বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চল দেশের সবচেয়ে বড় কমান্ড। এখানেই রয়েছে ‘চিকেনস নেক’, রয়েছে দীর্ঘ বাংলাদেশ সীমান্ত। পাশাপাশি চিনের (PM Modi) সঙ্গে থাকা সীমান্তও এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই কৌশলগত দিক থেকে এই জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, কলকাতার বৈঠকে সেনা কর্তাদের উদ্দেশে সরাসরি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সীমান্তে কতটা নিরাপত্তা এখন আছে, আরও কী কী ব্যবস্থা নেওয়া দরকার, কতটা সামরিক শক্তি মোতায়েন করতে হবে—সব নিয়েই বিস্তারিত আলোচনা হবে।

এখন এই বৈঠক জরুরি কেন? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হয়েছে। মায়ানমারে সেনাশাসন চলছে। এর জেরে বাংলা ও উত্তর-পূর্ব ভারতের কিছু অঞ্চল অনুপ্রবেশকারীদের কাছে ‘ট্রানজিট রুট’ হয়ে উঠছে। তার উপর চিনও সীমান্তে সক্রিয়। সম্পর্ক কিছুটা বদলালেও অরুণাচল প্রদেশ থেকে তাদের নজর ফেরানো যায়নি। তাই সীমান্ত আরও শক্তিশালী করার দিকেই নজর দিচ্ছে কেন্দ্র। আর সেই কারণেই সরাসরি সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts