ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই আজ, সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেনার সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে (PM Modi)। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) সকাল থেকেই বেশ কয়েকবার উচ্চ পর্যায়ে বৈঠক করেন।
পাকিস্তান বিনা প্ররোচনায় সীমান্তে গুলি চালালে, কড়া জবাব দেয় ভারত। যদিও শনিবার দুই দেশের ডিজিএমও স্তরে আলোচনা হয় এবং সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু তার কয়েক ঘণ্টা পরেই ফের গুলিবর্ষণ করে পাক সেনা।
এরই মাঝে প্রধানমন্ত্রীর ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আশা করা যাচ্ছে, তিনি দেশের নাগরিকদের উদ্দেশে পরবর্তী পদক্ষেপ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বার্তা দেবেন।
স্মরণযোগ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানি হয়। ওই হামলার সময় সৌদি সফরে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। খবর পেয়েই দ্রুত দেশে ফিরে জরুরি বৈঠক করেন। এরপর থেকেই তিনি একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেন এবং জানান, হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।
এর ১৫ দিনের মাথায় ভারতীয় সেনা চালায় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে সেনাবাহিনী। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, তারা শুধুমাত্র জঙ্গিদের লক্ষ্য করেছে, সাধারণ নাগরিক বা পাক সেনা পরিকাঠামোকে নয়।
আজ রাত ৮টায় প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।