Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • একসঙ্গে তিন বন্দে ভারত! বেঙ্গালুরুতে মোদির বড় চমক, মেট্রোর নতুন যুগের সূচনা
দেশ

একসঙ্গে তিন বন্দে ভারত! বেঙ্গালুরুতে মোদির বড় চমক, মেট্রোর নতুন যুগের সূচনা

PM modi bengaluru
Email :1

আজ বেঙ্গালুরুর পরিবহণ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শহরের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে একাধিক বড় উদ্যোগের উদ্বোধন করলেন তিনি (PM Modi)।

প্রধানমন্ত্রী মোদি (PM Modi) আজ কেএসআর বেঙ্গালুরু রেলস্টেশন থেকে একসঙ্গে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করেন। পাশাপাশি উদ্বোধন করেন বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইন। এই সফরে আরও ছিল মেট্রোর তৃতীয় পর্যায়ের সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন। এসব কর্মসূচির পর জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে তাঁর ।

শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ মোদি লেখেন, “আগামীকাল ১০ আগস্ট আমি বেঙ্গালুরুর মানুষের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। কেএসআর রেলওয়ে স্টেশন থেকে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হবে, যা সংযোগ ব্যবস্থা আরও উন্নত করবে। শহরের অবকাঠামো বাড়াতে উদ্বোধন হবে বেঙ্গালুরু মেট্রোর ইয়েলো লাইন। এছাড়াও মেট্রোর তৃতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এরপর শহরে একটি জনসভায় ভাষণ দেব।”

নতুন চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা কেএসআর বেঙ্গালুরু রেলস্টেশন থেকে চলবে তিনটি রুটে— কেএসআর বেঙ্গালুরু–বেলগাভি রুট, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা–অমৃতসর রুট এবং নাগপুর (আজনি)–পুনে রুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts