Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • PM Modi: জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না! সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানকে বড় বার্তা মোদীর
দেশ

PM Modi: জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না! সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তানকে বড় বার্তা মোদীর

Email :106

অপারেশন সিঁদুর চালানোর পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সোমবার সন্ধে ঠিক ৮টায় তিনি টিভির পর্দায় এসে হাজির হন (PM Modi)। প্রায় ২২ মিনিট ধরে নিজের বক্তব্য রাখেন (PM Modi)। প্রধানমন্ত্রীর কণ্ঠে ছিল দৃঢ়তা ও সতর্কবার্তা—ভারত আর কোনওরকম জঙ্গি হামলা সহ্য করবে না, পাকিস্তানও নয় (PM Modi)।

ভাষণে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “যেমন সন্ত্রাস আর ব্যবসা একসঙ্গে চলতে পারে না, তেমনই জল আর রক্তও একসঙ্গে বইতে পারে না।” তার মানে, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এখন একেবারে বন্ধের মুখে। এটাই যে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি, তাও বুঝিয়ে দেন মোদী।

সূত্রের খবর, অনেকদিন ধরেই পাকিস্তান আশা করছিল, ভারত সিন্ধু নদী জলবণ্টন চুক্তি নিয়ে আবার আলোচনায় ফিরবে। কিন্তু প্রধানমন্ত্রীর কথায় পরিষ্কার—সেই আশা ভঙ্গ হল। কারণ, সন্ত্রাস আর শান্তি একসঙ্গে চলতে পারে না।

পহেলগাঁও হামলার প্রসঙ্গে মোদী বলেন, “সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল জবাব দিতে। অপারেশন সিঁদুর শুধু একটি নাম নয়, এটি একটি প্রতিজ্ঞা। আমাদের মায়েদের সিঁদুর মোছার পরিণাম জঙ্গিরা বুঝে গিয়েছে। মাত্র তিন দিনেই ভারত শেষ করেছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের জঙ্গি তৈরির কারখানাও।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts