Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিশ্ব মোহিত মোদীর কূটনীতিতে! ব্রাজিলের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, রাজকীয় অভ্যর্থনায় ইতিহাস গড়ল ভারত!
দেশ

বিশ্ব মোহিত মোদীর কূটনীতিতে! ব্রাজিলের সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী, রাজকীয় অভ্যর্থনায় ইতিহাস গড়ল ভারত!

modi and brazil
Email :15

বিশ্বরাজনীতির মঞ্চে আরও এক গৌরবময় পালক যুক্ত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) মুকুটে। আন্তর্জাতিক মহলে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করে এবার ব্রাজিলের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন মোদী। ‘গ্র্যান্ড কলার অব দ্য ন্যাশনাল অর্ডার অব দ্য সাউদার্ন ক্রস’—এই বিরল সম্মানে তাঁকে ভূষিত করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দ্য সিলভা (PM Modi)।

দুই দেশের মধ্যে কূটনৈতিক বন্ধন ও আঞ্চলিক-আন্তর্জাতিক স্তরে পারস্পরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবেই মোদীকে দেওয়া হল এই সম্মান। মোদীর স্পষ্ট বক্তব্য, এই সম্মান শুধু তাঁর নয়, ১৪০ কোটি ভারতবাসীর গর্বের মুহূর্ত।

ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী পা রাখেন ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। ৫৭ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী (PM Modi) দ্বিপাক্ষিক সফরে ব্রাজিলে এলেন। এই ঐতিহাসিক সফরে মোদীকে দেওয়া হয় রাজকীয় অভ্যর্থনা—১৪টি নয়, একেবারে ১১৪টি ঘোড়ার রাজকীয় কুচকাওয়াজে বরণ করে নেওয়া হয় তাঁকে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা স্পষ্ট করে বলেন, ভারত-ব্রাজিলের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে এবং আন্তর্জাতিক মঞ্চে যৌথ উদ্যোগ গড়ার ক্ষেত্রে মোদীর ভূমিকা অনন্য। এই সম্মান সেই অসামান্য নেতৃত্বেরই স্বীকৃতি (PM Modi)।

ব্রাজিলের মাটিতে এই অনন্য সম্মান পাওয়ার পর মোদী বলেন, “এই সম্মান আমার একার নয়, গোটা ভারতের। আমি কৃতজ্ঞ প্রেসিডেন্ট লুলা ও ব্রাজিলবাসীর কাছে। আমি নিশ্চিত, এই বন্ধন আগামী দিনে আরও দৃঢ় হবে।” পরে সোশ্যাল মিডিয়ায় মোদী লেখেন, “এই সম্মান দুই দেশের মানুষের মধ্যে গভীর বন্ধনের প্রতীক। আমাদের সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছবে।”

এই নিয়ে প্রধানমন্ত্রীর (PM Modi) ঝুলিতে যুক্ত হল ২৬তম আন্তর্জাতিক সম্মান। শুধু তাই নয়, কিছুদিন আগেই মোদীকে ত্রিনিদাদ ও টোবাগো সরকারও তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানে ভূষিত করেছে। উল্লেখযোগ্যভাবে, ওই দেশের ইতিহাসে মোদীই প্রথম বিদেশি নেতা যিনি এই সম্মান পেলেন।

বিশ্বদরবারে ভারতের প্রতিনিধিত্বে মোদীর এই একের পর এক সাফল্য রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts