Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “কয়েক ঘণ্টায় পাকিস্তান হাঁটু গেড়েছিল”— অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মোদি
দেশ

“কয়েক ঘণ্টায় পাকিস্তান হাঁটু গেড়েছিল”— অপারেশন সিঁদুর নিয়ে বিস্ফোরক মোদি

PM Modi in bengaluru
Email :2

রবিবার বেঙ্গালুরুর এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ‘অপারেশন সিন্দুর’ ও ভারতীয় সেনাদের সাফল্যের প্রশংসা করলেন। তিনি (PM Modi) বললেন, এই অভিযানে ভারতীয় বাহিনী কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানকে হাঁটুতে বসতে বাধ্য করেছে।

প্রধানমন্ত্রী (PM Modi) জানান, এই প্রথম তিনি অপারেশন সিন্দুরের পর বেঙ্গালুরু এলেন। তাঁর কথায়, “এই অভিযানে আমরা দেখিয়েছি যে সীমান্তের বহু কিলোমিটার দূরে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করার ক্ষমতা আমাদের আছে। পাকিস্তান, যে সন্ত্রাসের পক্ষ নিয়েছিল, তাকে কয়েক ঘণ্টার মধ্যেই আমরা পরাস্ত করেছি।”

তিনি (PM Modi) আরও বলেন, এই সাফল্যের পেছনে প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে ‘মেক ইন ইন্ডিয়া’র অবদান রয়েছে। মোদির মতে, বেঙ্গালুরু ও কর্ণাটকের যুব সমাজ এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

‘নেক্সট-জেন মোবিলিটি ফর আ নেক্সট-জেন সিটি’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুরের বিবরণ দেন। ৭ মে এই অভিযান চালানো হয়, যা ছিল ২২ এপ্রিল পাহালগামের জঙ্গি হামলার প্রতিশোধ। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।

ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত জম্মু-কাশ্মীরে থাকা সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ১০০-র বেশি জঙ্গিকে হত্যা করে। এর পাল্টা পাকিস্তান সীমান্তে গুলি চালানো, ড্রোন হামলার চেষ্টা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার মতো পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts