পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের মদত নিয়ে যখন তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই যুদ্ধের সম্ভাবনা নিয়ে জল্পনা আরও উসকে দিল ভারতের পদক্ষেপ (PM Modi)। ৭ মে দেশজুড়ে শুরু হতে চলেছে অসামরিক মহড়া (PM Modi), আর তার আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
সোমবারের এই বৈঠককে কূটনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ, একদিকে সীমান্তে উত্তেজনা, অন্যদিকে পাকিস্তান থেকে লাগাতার আসা হুঁশিয়ারি—এই পরিস্থিতিতে NSA-র সঙ্গে প্রধানমন্ত্রীর এই দীর্ঘ বৈঠক যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্রের খবর, বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্তের অবস্থা, এবং আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরবর্তী পদক্ষেপ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
জাতীয় স্তরের এই অসামরিক মহড়া প্রতিরক্ষা প্রস্তুতির অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রশাসন, সুরক্ষা বাহিনী ও নাগরিকদের সমন্বয় বুঝে নিতে সাহায্য করে।
এই প্রেক্ষাপটে মোদি-ডোভাল বৈঠক ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকেরা।