গোটা দেশ আজ শোকে স্তব্ধ। বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শুক্রবার আহমেদাবাদের সিভিল হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন তিনি।
প্রধানমন্ত্রী (PM Modi) সরাসরি পৌঁছন সিভিল হাসপাতালের সি৭ ওয়ার্ডে, যেখানে এখন চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনায় আহত ২৫ জন। তাঁদের মধ্যে একজন হলেন বিমানের যাত্রী, যিনি এখন পর্যন্ত খুঁজে পাওয়া একমাত্র জীবিত ব্যক্তি। বাকিরা সকলেই বিমানটি ভেঙে পড়ার সময় মাটিতে উপস্থিত ছিলেন এবং আহত হন।
আহতদের সঙ্গে কথা বলার পর, প্রধানমন্ত্রী (PM Modi) নিজের অনুভব সমাজমাধ্যমে তুলে ধরেন। তিনি লেখেন, “আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। এমন হৃদয়বিদারক মৃত্যু সহ্য করা কঠিন। প্রতিটি পরিবারের যন্ত্রণা আমি অনুভব করতে পারছি। জানি, এই শূন্যতা কখনও পূরণ হবে না।”
আহতদের সঙ্গে সাক্ষাতের পর, প্রধানমন্ত্রী (PM Modi) যান দুর্ঘটনাস্থলে। সেখানে ধ্বংসস্তূপ দেখে আরও মর্মাহত হয়ে পড়েন তিনি। ঘটনাস্থলে কর্মরত বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের সঙ্গে তিনি দেখা করেন এবং তাঁদের অক্লান্ত পরিশ্রমের জন্য প্রশংসা করেন। তিনি লেখেন, “যারা পরিজন হারিয়েছেন, তাঁদের পাশে আমরা রয়েছি। আজ দুর্ঘটনাস্থলে গিয়েছিলাম। ধ্বংসস্তূপ আমাকে আরও শোকাহত করেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা যেভাবে নিরলস কাজ করে চলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশের বহু পরিবার হারিয়েছে আপনজন। এই মুহূর্তে গোটা জাতি তাঁদের পাশে রয়েছে।