বিশ্বকাপজয়ের পর দিন কয়েক কাটতেই ঐতিহাসিক সেই নায়িকাদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বুধবার দুপুরে ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল। কোচ আমোল মুজুমদারসহ গোটা দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী (PM Modi)। তাঁর কথায়, “টানা তিনবার পরাজয়ের পর এই জয় শুধু ট্রফি নয়, মানসিক দৃঢ়তার প্রতীক।”
প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “তোমরা প্রমাণ করেছ, ট্রোল বা সমালোচনার থেকেও বড় হয় নিজের প্রতি বিশ্বাস। তোমাদের প্রত্যাবর্তন অনুপ্রেরণাদায়ক।” হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) সেই সময় ২০১৭ সালের কথা স্মরণ করেন, যখন তাঁরা ট্রফি ছাড়াই ফিরেছিলেন। হরমন বলেন, “তখন প্রধানমন্ত্রী বলেছিলেন ‘হার থেকে শিক্ষা নাও’। এবার আমরা সেই শিক্ষা নিয়েই জয় ফিরিয়ে এনেছি।”
সাক্ষাতের সময় হরমনপ্রীত মজা করে মোদীকে (PM Modi) জিজ্ঞেস করেন, “আপনি এত কাজ একসঙ্গে কীভাবে সামলান?” হেসে প্রধানমন্ত্রী বলেন, “সময়ই আমাকে এই শৃঙ্খলা শিখিয়েছে।” সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও জানান, “প্রধানমন্ত্রীর অনুপ্রেরণার কথা শুনে মন ভরে গেছে।”
এই আলোচনায় সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে দীপ্তি শর্মাকে (Deepti Sharma) ঘিরে। প্রধানমন্ত্রী দীপ্তির ইনস্টাগ্রাম বায়োতে লেখা “জয় শ্রী রাম” দেখে বলেন, “তোমার ট্যাটু কিন্তু এখন জাতীয় অনুপ্রেরণা।” দীপ্তি হেসে জবাব দেন, “এটাই আমার শক্তির উৎস।” তিনি বলেন, ২০১৭ সাল থেকে এই দেখা হওয়ার অপেক্ষায় ছিলেন।
প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন ২০২১ সালের সেই ঐতিহাসিক ক্যাচ— হরলিন দেওলের (Harleen Deol) অবিশ্বাস্য সেই মুহূর্তের কথা, যা তিনিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। উত্তরে হরমনপ্রীত বলেন, “ফাইনালের শেষ বলের ক্যাচটাও আমার জীবনের সেরা মুহূর্ত।” অমনজোত কৌরের (Amanjot Kaur) ফাইনালের জাগলিং ক্যাচ নিয়েও প্রধানমন্ত্রী ঠাট্টা করে বলেন, “তুমি বলের দিকে তাকিয়ে ছিলে, কিন্তু ক্যাচ ধরার পর নিশ্চয়ই ট্রফির দিকেই দেখেছিলে!”
ক্রান্তি গৌর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জানান, তাঁর ভাই মোদীর বিরাট ভক্ত। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, “তাঁকে একদিন দেখা করার জন্য আমন্ত্রণ রইল।”
আলাপচারিতা শেষে মোদী খেলোয়াড়দের বলেন, “এখন সময় মেয়েদের মধ্যে ফিট ইন্ডিয়া বার্তা ছড়িয়ে দেওয়ার।” তিনি উদ্বেগ প্রকাশ করেন বাড়তে থাকা স্থূলতা নিয়ে, বলেন, “তোমরা দেশের অনুপ্রেরণা, স্কুলে গিয়ে শিশুদের খেলাধুলার প্রতি উৎসাহিত করো।”
ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। এই জয়ের পর হরমনপ্রীতের নেতৃত্বাধীন দলকে ঘিরে গোটা দেশ উত্তেজনায় উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রী মোদীর এই সাক্ষাৎ যেন সেই আনন্দকেই আরও গভীর করে তুলল। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) সঙ্গেও দেখা করবেন এই চ্যাম্পিয়ন ক্রিকেটাররা।












