Email :42
এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শুক্রবার আহমেদাবাদের সিভিল হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। সেখানে তিনি দেখা করেন দুর্ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি বিশ্বাস কুমার রমেশ এবং অন্যান্য আহতদের সঙ্গে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৬৫ জন মানুষ।

প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। প্রধানমন্ত্রী আহতদের খোঁজখবর নেন, তাঁদের পাশে দাঁড়ান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের কর্মীদেরও ধন্যবাদ জানান এই কঠিন সময়ে কাজ করার জন্য।
এই দুর্ঘটনা দেশের জনমানসেগভীর দাগ ফেলেছে। গোটা দেশ শোকস্তব্ধ। একমাত্র যাত্রী হিসেবে বেঁচে যাওয়া রমেশের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অত্যন্ত আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে।