অপারেশন সিঁদুর নিয়ে মঙ্গলবার সংসদে তীব্র সুরে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, যখন গোটা বিশ্ব ভারতের পাশে দাঁড়িয়েছে, তখন একমাত্র কংগ্রেস ও তাদের মিত্ররাই কেন্দ্রের বিরোধিতা করেছে। প্রধানমন্ত্রীর (PM Modi) কথায়, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সন্ত্রাসবাদ মোকাবিলায় একজোট হওয়ার বদলে বিরোধীরা রাজনৈতিক লাভের জন্য পাকিস্তানের ভাষায় কথা বলছে।”
সরাসরি কংগ্রেসের পূর্বতন শাসনব্যবস্থার দিকে আঙুল তুলে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আগেও দেশে একাধিক সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু তখন হামলার মাস্টারমাইন্ডদের কোনও ভয় ছিল না। তারা জানত, ভারত পাল্টা কিছু করবে না। আর আজ ভারতের শক্তি এতটাই বেড়েছে যে হামলার মাস্টারমাইন্ডরা রাতেও ঘুমোতে পারে না। তারা জানে ভারত ঢুকে জবাব দেবে। এটা আজকের ভারতের ‘নতুন নর্মাল’। ভারত ঢুকে মারে, থেমে থাকে না।”
তিনি (PM Modi) জানান, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার মাত্র ২২ মিনিটের মধ্যে জবাব দিয়েছিল ভারতীয় বাহিনী। এর আগেও উরি (২০১৬) এবং পুলওয়ামা (২০১৯)-র মতো জঙ্গি হামলার পর ভারত যথাক্রমে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইকের মাধ্যমে কড়া জবাব দিয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, “বালাকোট, উরি বা অপারেশন সিঁদুর— ভারত বারবার বুঝিয়ে দিয়েছে, কারও ব্ল্যাকমেলিং বা পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে কিছু হবে না।”
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই পাল্টা প্রতিরোধ আন্তর্জাতিক মহলেও সম্মান আদায় করে নিয়েছে বলে দাবি করেন মোদী। তিনি বলেন, “ভারতের শক্তি আজ গোটা বিশ্ব দেখেছে। আত্মনির্ভর ভারত কীভাবে নিজের নিরাপত্তা রক্ষা করে, তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।”
সবশেষে কংগ্রেসকে একহাত নিয়ে মোদী বলেন, “পাকিস্তানের প্রপাগান্ডার মুখপাত্র হয়ে উঠেছে কংগ্রেস ও তাদের বন্ধুরা। যে ভাষায় পাকিস্তান সরকার কথা বলছে, সেই ভাষায় আজ কংগ্রেসও কথা বলছে। এটা অত্যন্ত লজ্জার ও দুর্ভাগ্যজনক।”