Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ইতিহাস গড়লেন মোদী! ইন্দিরাকে টপকে টানা সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রীদের তালিকায় দ্বিতীয়!
দেশ

ইতিহাস গড়লেন মোদী! ইন্দিরাকে টপকে টানা সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রীদের তালিকায় দ্বিতীয়!

PM Modi w
Email :4

ভারতের রাজনৈতিক ইতিহাসে আজ এক স্মরণীয় দিন। টানা প্রধানমন্ত্রী (PM Modi) হিসেবে এক ঐতিহাসিক রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন তিনি। তারপর কেটে গিয়েছে ১১ বছর। এনডিএ-র নেতৃত্বে তিনি (PM Modi) টানা তৃতীয়বার সরকার গঠন করেছেন দিল্লিতে। আর ২০২৫ সালের ২৫ জুলাই, মোদী টানা ৪,০৭৮ দিন প্রধানমন্ত্রী থাকার নজির গড়লেন, পেছনে ফেলে দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে।

ইন্দিরা গান্ধী টানা ৪,০৭৭ দিন প্রধানমন্ত্রী ছিলেন—১৯৬৬ সালের ২৪ জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ২৪ মার্চ পর্যন্ত। তারপর জরুরি অবস্থার জেরে নির্বাচনে হেরে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছিল তাঁকে। সেই রেকর্ডকে অতিক্রম করে মোদী এখন একটানা সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী থাকার তালিকায় দ্বিতীয় স্থানে। তাঁর সামনে এখন শুধুই দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যিনি ১৯৪৭ সালের ১৫ অগাস্ট থেকে ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত, অর্থাৎ টানা ১৬ বছর ২৮৬ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

নরেন্দ্র মোদীর (PM Modi) এই দীর্ঘ যাত্রাপথ শুধু সময়ের নিরিখে নয়, একাধিক মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করেছে। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী, যাঁর জন্ম স্বাধীন ভারতের মাটিতে—১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। তিনিই প্রথম অকংগ্রেসি নেতা, যিনি পরপর তিনবার সাধারণ নির্বাচনে দলের জয় নিশ্চিত করে টানা প্রধানমন্ত্রী পদে আসীন হলেন। ২০১৪, ২০১৯ ও ২০২৪—এই তিনটি লোকসভা নির্বাচনে তিনি বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দিয়েছেন। এমনকি, তিনিই একমাত্র অকংগ্রেসি নেতা, যিনি পরপর দু’বার পূর্ণ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর নেতৃত্বে যদি ২০২৯ সালের নির্বাচনে বিজেপি আবার জয়ী হয়, তাহলে জওহরলাল নেহরুর দীর্ঘ ৬ হাজার দিনের রেকর্ডকেও ছাপিয়ে যাওয়ার পথ খুলে যাবে। এই মুহূর্তে ৭৪ বছর বয়সী মোদীর শারীরিক ও রাজনৈতিক সক্রিয়তা দেখে অনেকেই বলছেন, সেই লক্ষ্য অর্জন করাও তাঁর পক্ষে অসম্ভব নয়।

তবে এখানেই শেষ নয়। মোদী (PM Modi) শুধু জাতীয় রাজনীতিতে নন, গুজরাট রাজনীতিতেও দীর্ঘ সময় দাপটের সঙ্গে থেকেছেন। ২০০২ সাল থেকে টানা তিনবার গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, এরপর দিল্লির মসনদে উঠে আসেন। দলের সংসদীয় নেতা হিসেবে টানা ছয়টি নির্বাচনে জয় তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় কৃতিত্ব।

অন্যদিকে, ইন্দিরা গান্ধীকে শুধু একটানা প্রধানমন্ত্রী থাকার নিরিখে নয়, মোট সময় হিসেবেও মোদী এখনও ছুঁতে পারেননি। কারণ, ১৯৮০ সালের ১৪ জানুয়ারি ফের প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন ইন্দিরা, এবং ১৯৮৪ সালের ৩১ অক্টোবর আততায়ীর গুলিতে মৃত্যু না হলে আরও সময় ক্ষমতায় থাকতে পারতেন তিনি। সবমিলিয়ে ইন্দিরার প্রধানমন্ত্রী থাকার মোট সময়সীমা মোদীর তুলনায় এখনও কিছুটা বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts