Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “আপনার নামেই আছে শুভ!”—মহাকাশে থাকা শুভাংশুকে মোদির আবেগঘন বার্তা
দেশ

“আপনার নামেই আছে শুভ!”—মহাকাশে থাকা শুভাংশুকে মোদির আবেগঘন বার্তা

PM Modi
Email :9

রাকেশ শর্মার পর ইতিহাসের পাতায় নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন আরও এক বীর ভারতীয়। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা হয়ে উঠেছেন দ্বিতীয় ভারতীয়, যিনি পা রেখেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ৪৯ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে ফেলেছেন মহাকাশে, বিশ্ব দরবারে আরও একবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে ভারত (PM Modi)।

শনিবার শুভাংশুর সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আবেগঘন এই কথোপকথনে দেশের গর্বকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজ আপনি ভৌগোলিকভাবে ভারতের অনেক দূরে, কিন্তু ১৪০ কোটির হৃদয়ে আপনি সবচেয়ে কাছের। আপনার নামের মধ্যে ‘শুভ’ আছে, আপনার যাত্রা ভারতীয় মহাকাশ অভিযানের এক নতুন শুভারম্ভ।”

shubanshu shukla
শুভাংশু শুক্লা

প্রধানমন্ত্রীর (PM Modi) এই বার্তায় আবেগে ভেসে যান শুভাংশু। প্রতিক্রিয়ায় তিনি (PM Modi) বলেন, “আপনার শুভেচ্ছা ও ১৪০ কোটি ভারতবাসীর ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আমি মহাকাশে সুস্থ এবং সুরক্ষিত আছি। এই অভিজ্ঞতা একেবারে নতুন, ভীষণই অনন্য। এই যাত্রা আমার একার নয়, এটি গোটা দেশের সম্মিলিত প্রাপ্তি। আজকের ভারত, আপনার নেতৃত্বে, স্বপ্নপূরণের এক অসীম সম্ভাবনার দিগন্তে পৌঁছে গিয়েছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ইতিহাস সৃষ্টি করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান শুভাংশু শুক্লা। অ্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে আরও তিন মহাকাশচারীর সঙ্গে মহাকাশে পাড়ি দেন তিনি। সেখানে তাঁর ১৪ দিনের মিশনের মধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও পর্যবেক্ষণের কাজ রয়েছে। ইতিমধ্যেই সেখানে ৪৯ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে ফেলেছেন তিনি।

এই অর্জন শুধু তাঁর একার নয়, বরং গোটা ভারতবর্ষের জন্য এক গর্বের মুহূর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts