Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বিহারে মোদীর নতুন এম-ওয়াই ফর্মুলা! মহিলায়-যুবেই ভেঙে গেল পুরনো রাজনীতি
দেশ

বিহারে মোদীর নতুন এম-ওয়াই ফর্মুলা! মহিলায়-যুবেই ভেঙে গেল পুরনো রাজনীতি

PM Modi aaaaa
Email :3

বিহারে এনডিএ-র অভূতপূর্ব জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) শুক্রবার দিল্লির বিজেপি সদর দফতরে দাঁড়িয়ে বললেন—এটা শুধু ভোট নয়, এটা বিহারের মানুষের স্বপ্নের বিস্ফোরণ। তাঁর বক্তব্যে উঠে এল পুরনো ‘এম ওয়াই’ সমীকরণের পাল্টা এক নতুন রাজনীতি (PM Modi)। মোদীর ভাষায় এখন বিহারের সাফল্যের নয়া সূত্র—‘মহিলা ও যুব’। তিনি (PM Modi)বলেন, “বিহারের যুবশক্তি, সব ধর্ম-জাতের তরুণ-তরুণী মিলেই আজ পুরনো সাম্প্রদায়িক সমীকরণকে ভেঙে দিয়েছে। বনধ করে রাখা Jungle Raj-এর সেই পুরনো এম ওয়াই-রাজনীতি ভেঙে নতুন পথ দেখিয়েছে মহিলারা, যুবরা।”

প্রধানমন্ত্রী (PM Modi) দাবি করেন, বিহারের ভোটাররা স্বপ্ন দেখছেন উন্নত ও সমৃদ্ধ বিহারের। প্রচারের সময় তিনি চান যে এবার রেকর্ড ভোট পড়ুক। তাঁর ভাষায়, “বিহারের মানুষ সব রেকর্ড ভেঙে দিয়েছে। ২০১০ সালের পর এই প্রথম এত বড় সমর্থন দিল রাজ্য।”

বিহারের ২৪৩টি আসনের মধ্যে এনডিএ দুইশোরও বেশি আসনে জয় পেয়ে কার্যত নতুন ইতিহাস লিখেছে। গেরুয়া শিবিরে এখন উচ্ছ্বাসের ঢেউ। মোদী বলেন, “আমরা জনগণের সেবক। মানুষের মন জয় করতে কঠোর পরিশ্রমই আমাদের শক্তি। সেই কারণেই বিহার বলেছে—‘ফির এক বার এনডিএ সরকার’। আমরা আবারও মানুষের বিশ্বাসের মর্যাদা রাখব।”

এর আগে এক্স-এ প্রধানমন্ত্রী (PM Modi) এই জয়ের পর লিখেছিলেন—এটা সুশাসনের জয়, উন্নয়নের জয়, মানুষের প্রতি দায়বদ্ধতার জয়, সামাজিক ন্যায়ের জয়। তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিটি ভোটারকে। বলেন, এই দায়িত্ব তাঁদের আরও শক্তি দিচ্ছে, যাতে নতুন বিহার গড়ে তোলা যায়।

মোদী (PM Modi) অভিনন্দন জানিয়েছেন নীতীশ কুমার, চিরাগ পাসোয়ান, জিতনরাম মাঝি ও উপেন্দ্র কুশওয়াহাকে। তিনি বলেন, এনডিএর প্রতিটি কর্মী অক্লান্ত পরিশ্রম করেছেন। মানুষের কাছে পৌঁছে উন্নয়নের বার্তা তুলে ধরেছেন এবং বিরোধীদের নানা অভিযোগের জবাব দিয়েছেন তথ্য দিয়ে।

বিহারের এই ফলাফল শুধু রাজনৈতিক হিসেব নয়, মোদীর কথায়—এটা নতুন সামাজিক বাস্তবতার সূচনা। নারী ভোট, যুব ভোট এবং উন্নয়ন—এই তিন ভিত্তিতেই গড়ে উঠছে নতুন রাজনৈতিক পরিমণ্ডল। মগধভূমিতে সেই নতুন সমীকরণ এবার অভূতপূর্ব বিজয়ের রূপ নিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts