Shopping cart

TnewsTnews
দেশ

Email :56

‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন—ভারত এখন আর কোনও হামলা সহ্য করবে না (PM Modi)। বরং প্রত্যাঘাত হবে আরও কঠোর, আরও নির্ভুল (PM Modi)। পাকিস্তান ও জঙ্গিদের কড়া বার্তায় মোদী বলেন, “অপারেশন সিঁদুর শুধু একটি সামরিক অভিযান নয়, এটি ন্যায়ের অখণ্ড প্রতিজ্ঞা। এটি দেশের আবেগের প্রতিফলন (PM Modi)।”

গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন এলাকায় পর্যটকদের উপরে বর্বর হামলা চালায় জঙ্গিরা। পরিচয় যাচাই করে পরিকল্পিতভাবে ২৬ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়। এই ঘটনার পর গোটা দেশ উত্তাল হয়ে ওঠে, সরকার ও সেনার তরফে কঠোর জবাবের দাবি ওঠে সর্বত্র। ঠিক ১৫ দিনের মাথায় ভারতীয় সেনা চালায় পাল্টা প্রত্যাঘাত—‘অপারেশন সিঁদুর’ নামে।

এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গিঘাঁটিতে লক্ষ্যভেদ করা হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, ১০০-র বেশি কুখ্যাত জঙ্গিকে নিকেশ করা হয়েছে, একাধিক লঞ্চপ্যাড ও অস্ত্রভান্ডার ধ্বংস করা হয়েছে।

সোমবারের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “পহেলগাঁওয়ে যেভাবে ধর্ম জেনে সন্তানদের চোখের সামনে বাবা-মাকে হত্যা করা হয়েছে, তা হৃদয়বিদারক। এই নৃশংসতার পর দেশ চুপ করে বসে থাকবে—এটা কেউ আশা করেছিল? অপারেশন সিঁদুর সেই প্রতিক্রিয়ারই নাম।”

তিনি আরও বলেন, “সেনাদের এই অভিযানে বার্তা পরিষ্কার—ভারত কোনওরকম সন্ত্রাসবাদ সহ্য করবে না। প্রতিটি সিঁদুর মোছার দাম এখন জঙ্গিরা বুঝে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts