Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • গণধর্ষণের পর ট্রেন থেকে ফেলে দেওয়া হল মহিলাকে! কাটা গেল পা, কীভাবে বেঁচে ফিরলেন, জানলে শিউরে উঠবেন!
দেশ

গণধর্ষণের পর ট্রেন থেকে ফেলে দেওয়া হল মহিলাকে! কাটা গেল পা, কীভাবে বেঁচে ফিরলেন, জানলে শিউরে উঠবেন!

rape
Email :2

হরিয়ানার পানিপথে এক নারকীয় ঘটনা ঘটল (Physical Abuse)। চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার হন এক মহিলা, এরপর তাঁকে চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ট্রেন থেকে ছিটকে পাশের লাইনে পড়ে যাওয়ার পর, আরেকটি ট্রেন এসে তাঁর একটি পা কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে (Physical Abuse) উদ্ধার করে প্রথমে সোনিপতের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে রোহতকের পিজিআইএমএসে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বছর পঁয়ত্রিশের ওই মহিলা প্রথম মুখ খোলেন হাসপাতালে এক নারী চিকিৎসকের কাছে (Physical Abuse)। তিনি জানান, ৪ জুলাই পানিপথের কাছাকাছি ট্রেনে সফর করার সময়, ট্রেনের মধ্যেই তিন-চারজন যুবক তাঁকে ধর্ষণ করে এবং পরে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়। ট্রমার কারণে এর পরের কিছু মনে নেই তাঁর। এই ভয়াবহ অভিযোগের ভিত্তিতে জিরো এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্তভার দেওয়া হয়েছে পানিপথ জিআরপি-কে (Physical Abuse)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন ওই মহিলা হঠাৎ নিখোঁজ হন। ২৬ জুন তাঁর স্বামী থানায় নিখোঁজ ডায়েরি করেন। এর মাঝে ২৫ জুন রাতে সোনিপত জিআরপি রেললাইনের ধারে এক রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় (Physical Abuse)। তখনো জানা ছিল না তাঁর উপর এমন পাশবিক অত্যাচার চালানো হয়েছে। পরে রোহতকের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলা নিজেই ধর্ষণের ঘটনা প্রকাশ করেন। ইতিমধ্যেই তাঁর বয়ান রেকর্ড করেছে পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts