উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার অলকানন্দা নদীতে (Alakananda River) উল্টে পড়ল এক যাত্রীবোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে ঘোলটির এলাকায়, বদ্রীনাথ জাতীয় সড়কে। চার ধাম যাত্রায় আসা তীর্থযাত্রীদের নিয়ে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে (Alakananda River)।
প্রশাসন সূত্রে জানা গেছে, গাড়িটিতে মোট ২০ জন ছিলেন, যার মধ্যে ছিলেন চালকসহ ১৯ জন যাত্রী (Alakananda River)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি একটি টেম্পো ট্র্যাভেলার (Alakananda River)। দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সাতজন, তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১০ জন।
জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত যাত্রীরা রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র থেকে এসেছিলেন। তাঁদের মধ্যে রাজস্থান থেকে সাতজন, মধ্যপ্রদেশ থেকে তিনজন, গুজরাট থেকে সাতজন ও মহারাষ্ট্র থেকে দুইজন ছিলেন। চালক ছিলেন হরিদ্বারের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের মতে, পাহাড়ি পথে উঠতে উঠতে হঠাৎ গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর সেখান থেকেই গাড়িটি সোজা গিয়ে পড়ে অলকানন্দা নদীতে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধার কাজ শুরু করে। এখনও চলছে উদ্ধার অভিযান।
আহতদের মধ্যে দুইজন ৯ বছরের শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। তীর্থযাত্রার মতো পবিত্র সফর যে মুহূর্তেই ট্র্যাজেডিতে রূপ নিতে পারে, ফের প্রমাণ দিল এই ঘটনা।