তিন বছর তিন মাস পর অবশেষে ঘরে ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র মেলতেই যেন উৎসবের আবহ। সকাল থেকেই বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হতে থাকেন অনুগামীরা (Partha Chatterjee)। কেউ হাতে ‘তোমাকে চাই’ পোস্টার, কেউ ফুলের তোড়া নিয়ে অপেক্ষায়। কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি এমন হয় যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও শুরু হয়ে যায়।
২০২২ সালে স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রথমে ইডি এবং পরে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন পার্থ (Partha Chatterjee)। তদন্তকারীদের দাবি, পুরো নিয়োগ কেলেঙ্কারির মূল মাথা তিনিই। তবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ধীরে ধীরে সব মামলাতেই জামিন পান প্রাক্তন মন্ত্রী। সুপ্রিম কোর্ট থেকে মিলেছিল মুক্তির রায়। এর পর শারীরিক অসুস্থতার জন্য ভর্তি ছিলেন হাসপাতালে। সোমবার অবশেষে সেই হাসপাতাল থেকেই মুক্তির নির্দেশ আসে।
তদন্তের গোড়াতেই শহরজুড়ে চাঞ্চল্য ফেলেছিল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে অভিযান (Partha Chatterjee)। দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা। সেই থেকেই রাজ্য রাজনীতিতে আলোড়ন। একাধিক মামলায় পর পর জেরা, আদালতের হাজিরা আর অসুস্থতার কারণে প্রায় তিন বছর তিন মাস কেটে যায় বন্দিদশায়।
এদিন সকালে হাসপাতালের গেট খোলার সঙ্গে সঙ্গেই শোরগোল (Partha Chatterjee)। ‘পার্থদা জিন্দাবাদ’ স্লোগানে মুখর এলাকা। অনুগামীদের দাবি, “এটাই ন্যায়ের জয়।” হাসপাতাল সূত্রে খবর, তিনি সরাসরি যাচ্ছেন নাকতলার বাড়িতে। সেখানে ইতিমধ্যেই জড়ো হয়েছেন শতাধিক সমর্থক। কেউ ফুল ছিটিয়ে, কেউ উল্লাসে নাচতে নেমেছেন।
রাজনৈতিক মহলে জল্পনা শুরু— মুক্তির পর কি ফের সক্রিয় হবেন পার্থ চট্টোপাধ্যায়? তৃণমূল নেতৃত্বের তরফে এখনও কোনও মন্তব্য আসেনি। তবে দলের একাংশের মতে, “দল হয়তো এখনই কোনও অবস্থান নেবে না, তবে পার্থদার ফিরে আসা প্রতীকী অর্থে বড় ঘটনা।”
তিন বছর আগে যে মানুষটিকে গ্রেফতারের পর ঘিরে তৈরি হয়েছিল রাজ্যের সবচেয়ে বড় দুর্নীতির মামলা, তাঁর ‘ঘরওয়াপসি’ এখন রাজনীতির নতুন অঙ্ক খুলে দিয়েছে।












