অবশেষে বিরোধীদের দাবির কাছে নতিস্বীকার করল কেন্দ্র সরকার। লোকসভা ও রাজ্যসভায় (Parliament Session) ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী সপ্তাহে। রাজ্যসভায় ৯ ঘণ্টা ও লোকসভায় ১৬ ঘণ্টা ধরে চলবে এই আলোচনার পর্ব। আলোচনায় অংশ নেবেন (Parliament Session) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বাদল অধিবেশনের (Parliament Session) প্রথম দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধিবেশনকে “রাষ্ট্রের গৌরব ও বিজয়োৎসবের অধিবেশন” বলে আখ্যা দেন। তিনি বলেন, “গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার ক্ষমতা। এখন দুনিয়ার নজরে ভারতের তৈরি অস্ত্র। এই অধিবেশন দেশের গৌরব উদযাপনের অধিবেশন হবে।”
তবে বিরোধীরা চেয়েছিল এই সপ্তাহেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনা হোক (Parliament Session) । এ নিয়ে সংসদে তৈরি হয় অচলাবস্থা। পিটিআই সূত্রে জানা গিয়েছে, বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রধানমন্ত্রী এই সপ্তাহে বিদেশ সফরে থাকায় আলোচনা আগামী সপ্তাহেই হবে ।
সোমবার লোকসভায় কার্যক্রম শুরু হতেই বিরোধীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন অপারেশন সিঁদুর ও অন্যান্য ইস্যুতে। টানা স্লোগানে কার্যত স্তব্ধ হয়ে পড়ে সভা। চতুর্থবারের মতো মুলতুবি হয় লোকসভার কাজ। তবে সন্ধ্যার পরেই বিরোধীদের দাবিকে সম্মান জানিয়ে কেন্দ্র জানায়, আলোচনা হবেই, নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী সপ্তাহে।