বর্ষাকালে এলাকা ঘুরে দেখার পর হঠাৎই আতঙ্কের ছায়া নেমে এল পানিহাটির (Panihati) পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-র জীবনে। অভিযোগ, তাঁর মোবাইলে বারবার উড়ো ফোনে হুমকি আসছে। শুধু প্রাণনাশ নয়, এমনকি তাঁর বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে (Panihati) । দিন হোক বা রাত—অবিরাম আসতে থাকা এই হুমকি ফোনে কার্যত ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন তিনি।
সোমনাথ দে (Panihati) জানান, প্রথমে তিনি এই ফোনগুলোকে গুরুত্ব দেননি। কিন্তু বারবার আন্তর্জাতিক নম্বর থেকে ফোন আসতে শুরু করায় তিনি সরাসরি বিষয়টি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে জানান। এরপর ঘোলা ও খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। পুলিশ এখন খতিয়ে দেখছে, কে বা কারা এই উড়ো ফোনে হুমকির পিছনে রয়েছে। তবে বিজেপির দাবি, এসবই নিছক রাজনৈতিক নাটক। বিজেপির যুবনেতা জয় সাহা অভিযোগ করে বলেন, “ভোটের আগে এসব পুরনো কৌশল। নিজেই নিজের গুরুত্ব বাড়াতে চাইছেন চেয়ারম্যান। আগেও একই ধরনের নাটক করেছেন।”