পহেলগাঁওয়ের জঙ্গি হামলার রেশ না কাটতেই নতুন করে ভারতীয় সেনার বিরুদ্ধে সাইবার যুদ্ধে নামে পাকিস্তানি হ্যাকাররা (Pakisatani Hackers)। সেনা সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকটি সামরিক ওয়েবসাইটে পাকিস্তানি হ্যাকারদের (Pakisatani Hackers) হামলা চালানো হয়েছে, যার ফলে সেনা ও প্রতিরক্ষা কর্মীদের সংবেদনশীল তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে (Pakisatani Hackers)।
সূত্রের খবর, সতর্কতার কারণে ইতিমধ্যেই একটি ওয়েবসাইট সাময়িকভাবে অফলাইনে রাখা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ সামরিক তথ্যের অপব্যবহার রোখা যায়। ভারতীয় সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা ঘটনার তদন্তে নেমেছেন এবং তৎপরতার সঙ্গে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‘পাকিস্তানি সাইবার ফোর্স’ নামক একটি হ্যাকার গোষ্ঠী নিজেদের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে দাবি করেছে, তারা মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিস-এর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে। সেইসঙ্গে তারা জানিয়েছে, এবার তাদের টার্গেটে রয়েছে আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেড (AVNL)। ফলে প্রতিরক্ষা মন্ত্রকের আওতায় থাকা এই ওয়েবসাইটটিকেও আপাতত অফলাইনে রাখা হয়েছে, সম্ভাব্য তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতে।
উল্লেখযোগ্যভাবে, এটাই প্রথম নয়। এর আগেও ‘আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশন’ এবং ‘ইন্ডিয়ান এয়ার ফোর্স প্লেসমেন্ট অর্গানাইজেশন’-এর মতো গুরুত্বপূর্ণ পোর্টাল হ্যাকারদের নিশানায় পড়েছিল। তবে ভারতীয় প্রযুক্তি বিশেষজ্ঞদের বহুস্তরীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থার কারণে হ্যাকারদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
প্রতিরক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “ঘটনার গুরুত্ব বিবেচনায় সম্ভাব্য সমস্ত ঝুঁকি খতিয়ে দেখা হচ্ছে। সাইবার নিরাপত্তা নিয়ে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।”
এই ঘটনায় আবারও প্রমাণ হল, ভবিষ্যতের যুদ্ধ শুধু ময়দানে নয়, সাইবার দুনিয়াতেও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।