Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Pakistan: আরও বিপদ বাড়ছে পাকিস্তানের! সিন্ধু নদীর পর এবার চন্দ্রভাগার জল আটকাল ভারত
দেশ

Pakistan: আরও বিপদ বাড়ছে পাকিস্তানের! সিন্ধু নদীর পর এবার চন্দ্রভাগার জল আটকাল ভারত

Email :9

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের (Pakistan) উপর কূটনৈতিক চাপ বাড়াতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ভারত। সিন্ধু জলচুক্তি বাতিলের পর এবার চন্দ্রভাগা (পাকিস্তানে চেনাব নামে পরিচিত) নদীর জলপ্রবাহ রুখে দিল কেন্দ্র (Pakistan) । জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বাগলিহার বাঁধ থেকে রবিবার এই জল আটকানো হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে (Pakistan) ।

উল্লেখ্য, চন্দ্রভাগা নদীর জল ভারত হয়ে পাকিস্তানে প্রবাহিত হয়। এই নদী জম্মু ও কাশ্মীরের মধ্য দিয়ে সিন্ধু, বিতস্তা ও চন্দ্রভাগার অংশ হিসেবে পাকিস্তানের দিকে বয়ে যায়। বাগলিহার বাঁধ দীর্ঘদিন ধরেই ভারত-পাক জল বিরোধের কেন্দ্রে রয়েছে। ইসলামাবাদ বহুবার অভিযোগ জানিয়েছে, এই বাঁধের মাধ্যমে পাকিস্তানের ন্যায্য জলপ্রাপ্তি রুদ্ধ করতে চাইছে দিল্লি। এমনকি, এই ইস্যুতে বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতাও চেয়েছে তারা।

কেন্দ্রীয় সূত্রে খবর, বিতস্তা (পাকিস্তানে ঝিলম নামে পরিচিত) নদীর উপর কিশনগঙ্গা বাঁধ নিয়েও একই ধরনের পরিকল্পনা রয়েছে সরকারের। কিছুদিন আগেই ভারত বিতস্তা নদীর অতিরিক্ত জল ছেড়ে দিলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কিছু এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, কোনও পূর্ব সতর্কতা ছাড়াই জল ছাড়া হয়েছিল, যার ফলে বহু মানুষ নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাননি।

এই পরিস্থিতিতে চন্দ্রভাগা নদীর জল আটকে দেওয়া ভারতীয় সিদ্ধান্তে আরও চাপে পড়তে পারে পাকিস্তান। গ্রীষ্মের শুরুতে এই জলকষ্ট নতুন করে সংকট তৈরি করতে পারে neighboring দেশে। যদিও ভারত এখনও এই জলপ্রবাহ পুরোপুরি বন্ধ করেনি, তবে পরিস্থিতির উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts