ফের সীমান্তে চরম উত্তেজনা! পাকিস্তানি রেঞ্জার্সের (Pakistan Army) হাতে আটক হলেন এক ভারতীয় বিএসএফ (BSF) জওয়ান। পিটিআই সূত্রে জানা গিয়েছে, পঞ্জাবের ফিরোজপুর সীমান্ত দিয়ে ভুল করে পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ করেছিলেন ওই জওয়ান। সঙ্গে সঙ্গে পাক রেঞ্জার্সরা (Pakistan Army) তাঁকে আটক করে। এই বিষয়ে কূটনৈতিক স্তরে (Pakistan Army ) আলোচনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, আটক হওয়া বিএসএফ কনস্টেবলের নাম পিকে সিং। তিনি ১৮২ নম্বর ব্যাটেলিয়নের কিষাণ গার্ড ইউনিটে নিযুক্ত ছিলেন। ওই ইউনিটের মূল দায়িত্ব সীমান্তবর্তী কৃষকদের চাষাবাদের সময় নিরাপত্তা নিশ্চিত করা। বুধবার দুপুরে সেই দায়িত্ব পালন করতেই সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন তিনি। কাজের মাঝে একটু বিশ্রামের জন্য একটি শেডের নিচে বসতেই ভুল করে সীমান্ত পার করে ফেলেন, যা তিনি নিজেও বুঝতে পারেননি।
ঘটনার সময় পিকে সিং-এর পরনে বিএসএফের ইউনিফর্ম ছিল এবং সঙ্গে ছিল সার্ভিস রাইফেলও। তাঁকে সঙ্গে সঙ্গে পাক রেঞ্জার্সরা ধরে ফেলে। এরপর থেকেই তাঁর মুক্তির জন্য কূটনৈতিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে ইতিমধ্যেই আটারি-ওয়াঘা সীমান্তে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, পিকে সিং-এর বাড়ি পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। তাঁর অবিলম্বে মুক্তির জন্য বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরাসরি হস্তক্ষেপ করেছে।
এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে, যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই দেশের সীমান্ত বাহিনী।