“দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ”—এবার সেই নীতিতেই জবাব দিল ভারত (BSF)। রাজস্থানের সীমান্তে পাক রেঞ্জারকে আটক করল বিএসএফ (BSF)। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাস এলাকায় সজ্ঞানে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এক পাক সেনা (BSF)। বিএসএফ (BSF) সূত্রের দাবি, সীমান্ত অতিক্রম করার পর ভারতীয় জওয়ান ও পুলিশদের দেখে অপমানজনক মন্তব্য শুরু করে ওই রেঞ্জার। এরপরই তাঁকে আটক করা হয় (BSF)।
ঘটনার পরপরই নড়েচড়ে বসে পাকিস্তান। শুরু হয় কূটনৈতিক তৎপরতা। সীমান্তে ডাকা হয় ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক রেঞ্জারদের তরফে আটক জওয়ানকে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ফলে আপাতত ভারতের হেফাজতেই রয়েছে পাক সেনার ওই সদস্য।
এই ঘটনা সামনে আসতেই ফের চড়া হয়েছে সীমান্তের উত্তেজনার পারদ। বিশেষজ্ঞ মহলের মতে, কিছুদিন আগেই যেভাবে পশ্চিমবঙ্গের পূর্ণম সাউ নামে এক ভারতীয় জওয়ানকে ভুল করে সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশ করার অভিযোগে আটক করে রেখেছে ইসলামাবাদ, তারই কড়া জবাব এই পদক্ষেপ।
পূর্ণম সাউ এখনো পাকিস্তানের হেফাজতেই রয়েছেন। পরিবার চিন্তায় – তিনি কেমন আছেন, কী খাচ্ছেন, কোনো খোঁজ পাচ্ছেন না তাঁরা। এদিকে, পাকিস্তান এখনও তাঁকে মুক্তি দেয়নি, যদিও ফ্ল্যাগ মিটিং ইতিমধ্যেই হয়েছে।
এবার ভারতের হাতে যখন এক পাক রেঞ্জার, তখন আশার আলো দেখছেন পূর্ণমের পরিবার। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এবার পাকিস্তান হয়তো চাপের মুখে পড়বে এবং আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে।