কয়েক মাসের ব্যবধানে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান (Pak Army Chief) আসিম মুনির। আর সেখান থেকেই তিনি দিল্লিকে সরাসরি হুমকি দিয়েছেন। মুনির (Pak Army Chief) বলেন, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর দেশ। যদি তারা মনে করে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে, তবে তারা নিজেদের সঙ্গে “অর্ধেক দুনিয়াকে ডুবিয়ে দেবে।” তাঁর এই মন্তব্যে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন— অন্য দেশে সফরে গিয়ে এভাবে কি পরমাণু হামলার হুঁশকি দেওয়া যায়?
মুনিরের এই বক্তব্যের পর নয়াদিল্লি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সোমবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে (X) একটি বিবৃতি দেন। সেখানে পাকিস্তানকে (Pak Army Chief) দায়িত্বজ্ঞানহীন রাষ্ট্র বলে কটাক্ষ করা হয়েছে। ভারত জানিয়েছে, পাকিস্তান বহুদিন ধরেই রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে এই ধরনের ‘পারমাণবিক হুমকি’ দিয়ে থাকে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারত কখনও এই ধরনের হুমকির কাছে মাথা নত করবে না। দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। সাউথ ব্লক স্পষ্ট করে দিয়েছে— পাকিস্তানের হুমকি সত্ত্বেও ভারত নিজের অবস্থান থেকে এক ইঞ্চি সরে যাবে না।













