কুলগামে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনার পারদ চড়ছে (Pahalgam Attack)। ২৩ বছর বয়সি ইমতিয়াজ আহমেদ মাগরে, যিনি পেশায় একজন শ্রমিক, তাঁকে জঙ্গিদের সহায়তার অভিযোগে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ (Pahalgam Attack)। পুলিশের দাবি, জেরায় ইমতিয়াজ স্বীকার করেছিলেন যে তিনি স্থানীয় তাঙ্গিমার্গের জঙ্গলে জঙ্গিদের (Pahalgam Attack) খাদ্য সরবরাহ করতেন এবং তিনি তাঁদের (Pahalgam Attack) ডেরার অবস্থান সম্পর্কেও অবগত ছিলেন।
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের ওপর ভয়াবহ হামলা চালায় জঙ্গিরা, যেখানে টার্গেট করা হয় হিন্দু পর্যটকদের। প্রাণ হারান ২৬ জন। এই ঘটনার পর থেকেই অঞ্চলজুড়ে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি ও অভিযান চালাচ্ছে।
এই প্রেক্ষিতে ইমতিয়াজ পুলিশ ও সেনার যৌথ অভিযানে অংশ নিয়ে জঙ্গিদের ডেরা দেখাতে সম্মত হন। কিন্তু অভিযানের সময় তিনি হঠাৎই নিরাপত্তাবাহিনীর চোখ এড়িয়ে কাছের নদীতে ঝাঁপ দেন ও স্রোতে তলিয়ে যান। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পুরোটা ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে, এবং সেই ভিডিও প্রকাশও করা হয়েছে।
ইতিমধ্যেই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন। ইমতিয়াজের পরিবারও ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়।
তবে পুলিশ তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে—ইমতিয়াজ পালানোর চেষ্টা করেই নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং সেই তথ্যের পক্ষে ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে তুলে ধরেছে তারা।