Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Pahalgam Attack: ২২ পাকিস্তানি মায়ের ৯৫ জন সন্তান! অনিশ্চয়তার মধ্যে ধুঁকছে মা-সন্তানরা
দেশ

Pahalgam Attack: ২২ পাকিস্তানি মায়ের ৯৫ জন সন্তান! অনিশ্চয়তার মধ্যে ধুঁকছে মা-সন্তানরা

Email :11

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি (Pahalgam Attack) হামলার জেরে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার। ইতিমধ্যেই (Pahalgam Attack) দেশজুড়ে পাক নাগরিকদের খোঁজ নিয়ে তাদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার নানা প্রান্তে এই ইস্যুতে (Pahalgam Attack) বিজেপি মিছিল করেছে সোমবার।

এই পরিস্থিতিতে সামনে এসেছে এক জটিল মানবিক ও প্রশাসনিক প্রশ্ন। ভারতে বসবাসরত পাকিস্তানি মহিলাদের অনেকেই ভারতীয় পুরুষদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। যদিও অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাননি, তবু তাঁদের গর্ভজাত সন্তানরা ভারতে জন্মানোয় স্বাভাবিকভাবে ভারতীয় নাগরিক বলে বিবেচিত।

উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলাতেই এমন ২২ জন পাকিস্তানি মহিলার খোঁজ মিলেছে, যারা দীর্ঘমেয়াদি ভিসায় ভারতে বসবাস করছেন। তাঁদের গর্ভে জন্মেছে ৯৫ জন শিশু, যাঁদের অনেকেই ইতিমধ্যেই প্রাপ্তবয়স্ক। অনেক মহিলার আছে আধার কার্ড, রেশন কার্ড, এবং দীর্ঘদিনের পারিবারিক জীবন—স্বামী-সন্তানসহ তাঁদের জীবন এখন পুরোপুরি ভারতের মাটিতেই গড়ে উঠেছে।

তবে এখন প্রশ্ন উঠছে—এই মহিলাদের কি জোরপূর্বক পাকিস্তানে ফেরত পাঠানো হবে? প্রশাসনের একাংশ এখনও বিষয়টি নিয়ে দ্বিধায়। কারণ শুধুমাত্র বৈবাহিক সম্পর্ক নয়, তাঁদের সন্তানদের ভবিষ্যৎও এই সিদ্ধান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পহেলগাঁও হামলার পর থেকে গোটা পরিস্থিতি বদলে গেছে, আর এই পরিবারগুলোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা চর্চা।

এখন দেখার, মানবিকতা ও আইন—দুয়ের মাঝে ভারসাম্য রেখে কী সিদ্ধান্ত নেয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts