Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশ
  • Pahalgam Attack: পহেলগাঁওয়ে হামলায় জঙ্গিদের সাহায্য করার অভিযোগ! গ্রেফতার দুই
দেশ

Pahalgam Attack: পহেলগাঁওয়ে হামলায় জঙ্গিদের সাহায্য করার অভিযোগ! গ্রেফতার দুই

Email :5

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার (pahalgam attack) পর উপত্যকাজুড়ে সন্ত্রাস দমনে আক্রমণাত্মক মুডে নেমেছে নিরাপত্তাবাহিনী। সেই ধারাবাহিক অভিযানে বড় সাফল্য পেল যৌথবাহিনী। (pahalgam attack) কুলগামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে দুই সন্দেহভাজনকে (pahalgam attack), যারা জঙ্গিদের আশ্রয় ও সাহায্য করার অভিযোগে অভিযুক্ত।

কুলগাম পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ তল্লাশিতে কৌমহ এলাকার মতলহামা চক একালা থেকে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল বিলাল আহমেদ ভাট এবং মহম্মদ ইসমাইল ভাট, দুজনেই স্থানীয় বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন-সহ একাধিক আগ্নেয়াস্ত্র। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং চলছে গভীর জেরা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার পহেলগাঁওয়ে সেনার পোশাক পরিহিত চার জঙ্গি পর্যটকদের উপর নির্মম হামলা চালায়। পর্যটকদের ধর্ম জানার পর ২৫ জনকে হত্যা করা হয়। তাঁদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান এক স্থানীয় ঘোড়াচালকও। ‘লস্কর-ই-তইবা’র ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ প্রথমে হামলার দায় স্বীকার করলেও, পরে সংগঠনের কয়েকজন সদস্য দায় অস্বীকার করে। তবে গোয়েন্দাদের স্পষ্ট অনুমান, পাকিস্তানের মদতেই ঘটেছে এই হামলা। হামলার আগে একাধিকবার এলাকায় রেইকি চালানো হয়েছিল বলেও রিপোর্ট মিলেছে। সন্দেহ করা হচ্ছে, স্থানীয় স্তরের কিছু ব্যক্তি এই হামলায় জঙ্গিদের সহায়তা করেছে।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরপরই কুলগাম, বারামুলা-সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts