বৈসরণ উপত্যকায় এক সন্দেহভাজন যুবককে ভারতের নিরাপত্তারক্ষীরা আটক করেছেন। ওই যুবকের পরনে ছিল বুলেটপ্রুভ জ্যাকেট (Pahalgam Attack)। যুবক বুলেটপ্রুভ জ্যাকেট পরে বৈসরন উপত্যকার পার্শ্ববর্তী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন বলে জানা গিয়েছে (Pahalgam Attack)। বৈসরন উপত্যকার পার্শ্ববর্তী জঙ্গলে ওই যুবক কী করছিলেন বা বুলেটপ্রুভ জ্যাকেটটি কোথা থেকে পেয়েছিলেন, সেই বিষয়ে ইতিমধ্যে নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন (Pahalgam Attack)। যুবকের মানসিক ভারসাম্য ঠিক রয়েছে কি না, সেই বিষয়েও পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে (Pahalgam Attack)।
অন্যদিকে, পাহলগাঁওয়ে হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্য়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। তারমধ্যে সিভিক ডিফেন্ড মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এই মক ড্রিল পাক সীমান্তবর্তী রাজ্য যেমন জম্মু ও কাশ্মীর, গুজরাত, পাঞ্জাব ও রাজস্থানে হবে। ভারতের মোট ২৪৪টি জেলায় সিভিল ডিফেন্ড মক ড্রিল অনুষ্ঠিত হবে। বিদেশি শত্রুর আক্রমণ থেকে সাধারণ নাগরিকরা কীভাবে নিজেদের বাঁচাবেন বা অন্যদের বাঁচাবেন সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বুধবার।