পহেলগাঁওয়ের বৈসরনে ভয়াবহ জঙ্গি হামলায় (Pahalgam Attack) জড়িত লস্কর-ই-তৈবার অন্যতম জঙ্গি আসিফ শেখের বাড়িতে (Pahalgam Attack) বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। জম্মু-কাশ্মীরের ত্রালে থাকা ওই বাড়িটি সম্পূর্ণভাবে (Pahalgam Attack) ধ্বংস হয়ে গিয়েছে। সেনা সূত্রে খবর, এই বিস্ফোরণ (Pahalgam Attack) ছিল একটি পরিকল্পিত প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এর কিছুক্ষণ পরেই আরও এক লস্কর জঙ্গি আদিল ঠোকারের বাড়িও (Pahalgam Attack) উড়িয়ে দেওয়া হয়।
সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে সেনা ও নিরাপত্তা বাহিনী আসিফ শেখের বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেই সময় বাড়ির ভেতর বিস্ফোরক জাতীয় বস্তু মজুত থাকার প্রমাণ মেলে। সেনার ধারণা, তাদের ফাঁদে ফেলতেই বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছিল। সন্দেহ হতেই বাহিনী দ্রুত বাড়ির বাইরে চলে আসে, এবং ঠিক সেই মুহূর্তেই ঘটে প্রবল বিস্ফোরণ। পুরো বাড়ি ধসে পড়ে, মাটির সঙ্গে মিশে যায়।
পহেলগাঁও হামলায় আরেক জঙ্গি আদিল গুরে ওরফে আদিল ঠোকার-এর নাম উঠে আসে তদন্তে। দক্ষিণ কাশ্মীরের বিজবেরা-তে তাঁর বাড়িতে শুক্রবার সকালে বিস্ফোরণ ঘটানো হয়। প্রশাসনের একাংশ জানাচ্ছে, এটি ছিল একটি কড়া বার্তা—যারা জঙ্গিবাদের পথ বেছে নেবে, তাদের কোনও নিরাপত্তা নেই।
২২ এপ্রিলের হামলায় যে চারজন জঙ্গি জড়িত ছিল, তাদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন স্থানীয়। আসিফ শেখ ছিলেন ত্রালের বাসিন্দা, আর আদিল অনন্তনাগের। এদের নেতৃত্ব দিচ্ছিল লস্কর প্রধান হাফিজ সইদের নেটওয়ার্ক, যাদের লক্ষ্য ছিল কাশ্মীরের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা।