পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Attack) পর দ্বিপাক্ষিক সম্পর্কে তীব্র উত্তেজনা। এই প্রেক্ষিতে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনের একাধিক কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত (Pahalgam Attack) । মঙ্গলবার মধ্যরাতে সাউথ ব্লকে ডেকে পাঠানো হয়েছিল পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে (Pahalgam Attack) । তাঁকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে ভারত জানিয়ে দেয়, তিনি আর এই দেশে গ্রহণযোগ্য নন (Pahalgam Attack) ।
এর মধ্যেই বুধবার সকালে নতুন চমক—পাক হাই কমিশনের ভেতরে ঢুকতে দেখা গেল এক ব্যক্তিকে, হাতে কেকের বাক্স। মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরে জিজ্ঞাসা করছেন, তিনি হাই কমিশনের কর্মী কি না, তাঁর পদ কী। কিন্তু কোনও উত্তর না দিয়ে তিনি সাংবাদিকদের এড়িয়ে দ্রুত এলাকা ছাড়ার চেষ্টা করেন। কী উদ্দেশ্যে কেক নিয়ে ঢোকা—সে প্রশ্নের উত্তর না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
এই রহস্যজনক ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, এমন স্পর্শকাতর সময়েও কীভাবে এমন কিছু ঘটল? পহেলগাঁও হামলার পর পাকিস্তানের ভূমিকাকে কেন্দ্র করে এমনিতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ইসলামাবাদ। এই ভিডিও যেন সেই ক্ষোভে আরও ঘি ঢেলে দিল।
এদিকে, ভারত সিদ্ধান্ত নিয়েছে, ১ মে-র মধ্যে দু’দেশের হাই কমিশনে কর্মরত আধিকারিকদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে। রাজনৈতিক মহল ও কূটনৈতিক মহলে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছেন সবাই।
এই ঘটনার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। তবে কেক-কাণ্ড যে জনমনে কৌতূহল ও বিতর্ক উসকে দিয়েছে, তা বলাই বাহুল্য।