Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • স্ত্রীর সামনে স্বামীকে গুলি করেছিল! সেই হাশিম মুসাকে ঘুম থেকে তুলেই শেষ করল সেনা!
দেশ

স্ত্রীর সামনে স্বামীকে গুলি করেছিল! সেই হাশিম মুসাকে ঘুম থেকে তুলেই শেষ করল সেনা!

Email :2

জম্মু-কাশ্মীরের দাখিগাম অঞ্চলে ‘অপারেশন মহাদেব’-এ অবশেষে খতম করা হল সেই লস্কর-ই-তৈবা জঙ্গিকে, যে পাহেলগামে (Pahalgam Attack) হিন্দু পর্যটকদের সামনে দাঁড় করিয়ে নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছিল। মৃত জঙ্গির নাম সুলেইমান শাহ ওরফে হাশিম মুসা। সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে সোমবার গভীর রাতে দাখিগামের এক গোপন আস্তানা থেকে তাকে ঘুমন্ত অবস্থায় খতম করা হয় (Pahalgam Attack)।

পাহেলগামের (Pahalgam Attack) সেই নির্মম হত্যালীলায় ২৬ জন নিরীহ হিন্দু পর্যটক প্রাণ হারিয়েছিলেন। তাঁদের মধ্যে বহুজনের পরিবার তখনই সঙ্গে ছিলেন—স্ত্রীর আর্তনাদ, সন্তানের কান্নার মধ্যেই একের পর এক মানুষকে ঠান্ডা মাথায় গুলি করেছিল মুসা। সে-ই ছিল এই নারকীয় ঘটনার মূল ষড়যন্ত্রী ও সরাসরি খুনি।

শুধু এই ঘটনাই (Pahalgam Attack) নয়, গত বছর শ্রীনগর-সোনমার্গ হাইওয়েতে নির্মীয়মান জ়ে-মোর টানেলের সঙ্গে যুক্ত সাতজন শ্রমিককে খুনের ঘটনাতেও জড়িত ছিল মুসা।

অপারেশন মহাদেব চলাকালীন তিন জন জঙ্গিকে খতম করা হয়েছে। তাদের আস্তানা থেকে উদ্ধার হয়েছে ১৭টি গ্রেনেড, একটি M4 কারবাইন ও দুটি AK-47 রাইফেল। সেনা সূত্রে জানা গেছে, হাশিম মুসা পাকিস্তান সেনার স্পেশাল ফোর্সের প্রাক্তন সদস্য ছিল। সে এলিট প্যারা-কমান্ডো ট্রেনিংও নিয়েছিল পাকিস্তানে। সেই প্রশিক্ষণই তাকে কাশ্মীর উপত্যকায় একাধিক নৃশংস হামলা চালাতে দক্ষ করে তোলে।

গোয়েন্দা সূত্রে খবর, মুসা (Pahalgam Attack) ভারতে অনুপ্রবেশ করেছিল কাথুয়া ও সাম্বা সেক্টরের মাধ্যমে। এরপর রাজৌরি-পুঞ্চের ডেরা কি গালি এলাকায় সে সক্রিয় হয়ে ওঠে এবং একাধিক নিরাপত্তা বাহিনীর উপর হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিল। তার গঠিত লস্কর মডিউল গত এক বছরে কাশ্মীর উপত্যকায় একাধিক রক্তক্ষয়ী হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপ বা এসএসজি-র প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোরা সাধারণত পার্বত্য এলাকায় গোপন যুদ্ধে, উচ্চক্ষমতার সহ্যশক্তি নির্ভর অভিযানে, ক্লোজ কোয়ার্টার ব্যাটেলে (CQB), কঠিন ভূখণ্ডে চলাচল এবং পালিয়ে যাওয়ার কৌশলে প্রশিক্ষিত। এই সমস্ত কৌশলেরই প্রতিফলন দেখা গিয়েছিল মুসার নেতৃত্বাধীন একাধিক জঙ্গি হামলায়।

তবে এবার আর তার দাপট টিকল না। ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি এবং পরিকল্পিত অভিযানের ফলে ঘুমের মধ্যেই তার অবসান ঘটে গেল। হাশিম মুসার খতম হওয়া নিঃসন্দেহে দেশের নিরাপত্তার দিক থেকে একটি বড় সাফল্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts