Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

TnewsTnews
  • Home
  • দেশ
  • Pahalgam attack: স্বর্গের বুকে রক্তের ছাপ! কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হল একের পর এক জঙ্গির বাড়ি
দেশ

Pahalgam attack: স্বর্গের বুকে রক্তের ছাপ! কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হল একের পর এক জঙ্গির বাড়ি

Email :7

স্বর্গের মতো শান্ত বৈসরণ উপত্যকা এখন রক্তাক্ত (Pahalgam Attack)। ধর্ম জিজ্ঞেস করে একের পর এক পর্যটককে হত্যা করেছিল জঙ্গিরা (Pahalgam Attack)। আর সেই নৃশংসতার প্রত্যাঘাত শুরু হয়ে গিয়েছে (Pahalgam Attack)। একদিকে চলছে পাহাড়-জঙ্গল চিরুনি তল্লাশি, অন্যদিকে একের পর এক জঙ্গির বাড়ি উড়িয়ে দিচ্ছে নিরাপত্তাবাহিনী (Pahalgam Attack)।

শুক্রবার সকাল থেকে রাতভর নতুন করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আরও অন্তত দুই জঙ্গির বাড়ি। পহেলগাঁও হামলায় সরাসরি জড়িত ছিল আসিফ শেখ। তার ত্রালে থাকা বাড়িতে শুক্রবার ভোরে বিস্ফোরণ ঘটিয়ে সবকিছু ধুলিসাৎ করে দেওয়া হয়।
এর আগে একইভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আদিল গুরের বাড়ি। দু’জনেই কাশ্মীরের বাসিন্দা এবং পহেলগাঁও হামলার মূল অভিযুক্তদের তালিকায় ছিল।

শুক্রবার রাতজুড়ে পুলওয়ামার বিভিন্ন এলাকায় হানা দেয় নিরাপত্তাবাহিনী। সোপিয়ানের চোটিপোরায় লস্কর জঙ্গি শাহিদ আহমেদ কুট্টের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
(সূত্রের দাবি, কুট্টে ৩-৪ বছর ধরে সক্রিয় ছিল জঙ্গি সংগঠনে।) কুলগামে ধ্বংস হয় জাহিদ আহমেদের বাড়ি।

পুলওয়ামার মুরানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় আহসান উল হক-এর বাড়ি। (আহসান পাকিস্তানে দীর্ঘদিন ট্রেনিং নেওয়ার পর সদ্য কাশ্মীরে ফিরে এসেছিল।) এছাড়া কুলগামের কাচিপোরায় হারিস আহমেদ-এর বাড়িও মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

পাহাড়, জঙ্গল, গ্রামে-গঞ্জে সব জায়গায় চলছে কঠোর নজরদারি। সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি স্পষ্ট জানিয়েছে, জঙ্গিদের যতদিন না সম্পূর্ণ নির্মূল করা হচ্ছে, অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts