পহেলগাঁও হামলার (Pahalgam Attack) প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক কড়াকড়ির পাশাপাশি এবার সোশাল মিডিয়াতেও কঠোর পদক্ষেপ নিল ভারত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর X (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্ট এখন আর দেশের মাটি থেকে দেখা যাচ্ছে না (Pahalgam Attack) ।
রবিবার সকাল থেকেই ভারতীয় ইউজাররা (Pahalgam Attack) তাঁদের X হ্যান্ডেল দেখতে পাচ্ছেন না। সূত্রের খবর, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মটি (Pahalgam Attack) । অভিযোগ, দুই নেতার অ্যাকাউন্ট থেকে ভারতের বিরুদ্ধে ‘অপপ্রচার’ ও ‘ভুল তথ্য’ ছড়ানো হচ্ছিল (Pahalgam Attack) ।
এই পদক্ষেপকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছে বিশ্লেষক মহল। এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর এক্স হ্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের একাধিক অভিনেতা, অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে হানিয়া আমির, ফাওয়াদ খান, সজল আলি, আতিব আসলাম রয়েছেন।