Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Operation Sindoor: অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’! কেন এই নামকরণ করলেন প্রধানমন্ত্রী
দেশ

Operation Sindoor: অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’! কেন এই নামকরণ করলেন প্রধানমন্ত্রী

Email :5

পহেলগাঁওয়ের নারকীয় হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার রাতে ভারতের তরফে চালানো হয় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। অভিযানের পর ভারতীয় সেনা প্রকাশ করেছে একটি প্রতীকী ছবি (Operation Sindoor), যেখানে বড় করে লেখা ‘Operation Sindoor’। এই নামকরণের নেপথ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই—জানিয়েছে সেনা সূত্র (Operation Sindoor)।

কিন্তু কেন এই নাম? এর পেছনে রয়েছে এক হৃদয়বিদারক ঘটনা।

গত ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় বেড়াতে গিয়েছিলেন পর্যটকরা। হঠাৎ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। হামলার নৃশংসতা ছিল এমন যে, ধর্ম দেখে দেখে টার্গেট করা হয় পর্যটকদের। কারও হাতে বাঁধা রক্ষাসূত্র কিংবা কারও স্ত্রীর কপালে সিঁদুর দেখে গুলি চালায় জঙ্গিরা। এক নবদম্পতির হৃদয়বিদারক ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়—যেখানে সবুজ মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন স্বামী, পাশে স্ত্রীর কান্না।

এই ভয়াবহ ঘটনার পরই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। নিহতদের স্ত্রীদের কপালের সিঁদুর মুছে যাওয়ার প্রতীক হিসেবেই অপারেশনের নাম রাখা হয় ‘সিঁদুর’। সেনা যে পোস্টার প্রকাশ করেছে, তাতে ‘Sindoor’-এর ‘O’ বানানটিকে সিঁদুরের মতো করে দেখানো হয়েছে—যা বার্তা দিচ্ছে, এই অপারেশন শুধুই প্রতিশোধ নয়, এক প্রতিজ্ঞাও।

অভিযানে নিশানা করা হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি। বাহাওয়ালপুর, মুরাক্কা-সহ একাধিক এলাকায় গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের আস্তানা। সেনা সূত্রের খবর, অন্তত ৮০ জন জঙ্গি খতম হয়েছে। ভারতীয় সেনার তরফে এক্স (পূর্বতন টুইটার)-এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই প্রত্যাঘাতের পর পাকিস্তানও স্বীকার করেছে হামলার কথা। পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts