অপারেশন সিঁদুর (Operation Sindoor) ছিল অন্য সাধারণ কোনো সামরিক অভিযান নয়। এটি এক ধরনের দাবা খেলার মতো ছিল, যেখানে দুই পক্ষই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিশ্চিত ছিল না। ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তামিলনাড়ুতে এক অনুষ্ঠানে এই অভিযানের কৌশলগত গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, “অপারেশন সিঁদুর v ছিল এক ধরনের দাবা খেলা। আমরা জানতাম না শত্রু পরবর্তী কোন চাল খেলবে। এটি ছিল এক ধরণের ‘গ্রে জোন’, যেখানে আমরা পরিচিত কোনো অভিযানে যাচ্ছিলাম না। আমরা তখন নতুন একটি চাল তৈরি করছিলাম, আর শত্রুও তাদের পরিকল্পনা সাজাচ্ছিল।”
সেনাপ্রধান আরও জানান, “অনেক সময় আমরা শত্রুকে কিস্তিমাত করতে পেরেছি, তবে ঝুঁকি ছিল অনেক বেশি। কিন্তু এটাই তো জীবনের খেলা।”
অভিযানের পটভূমিতে ছিল ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্র মানুষকে হত্যা করা লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি, যাদের পথ দেখিয়েছিল কাশ্মীরের এক স্থানীয় জঙ্গি। এই জঘন্য হামলার জবাবে ৭ মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে (Operation Sindoor)। এর পর পাকিস্তান ভারতের সীমান্তবর্তী জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিতে হামলা চালায়, যা প্রতিহত করে ভারত। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী অন্তত ১১টি পাক বায়ুসেনার ঘাঁটি নষ্ট করে দেয় এবং ১০০’রও বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়। শেষ পর্যন্ত পাকিস্তান ইসলামাবাদের মাধ্যমে সংঘর্ষবিরতিতে সম্মতি দেয়, যা নয়াদিল্লি মেনে নেয়।