পহেলগাঁও সন্ত্রাসের প্রত্যাঘাতে ভারতীয় সেনার সফল ‘অপারেশন সিঁদুর’- (Operation Sindoor) এর পর সীমান্তে উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে (Operation Sindoor) সামরিক প্রস্তুতি জোরদার করতে দেশের আধাসেনার সমস্ত ছুটি বাতিল করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। একইসঙ্গে ছুটিতে থাকা জওয়ানদের অবিলম্বে ডিউটিতে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে বলে মন্ত্রক সূত্রে খবর (Operation Sindoor)।
মঙ্গলবার গভীর রাতে চালানো অপারেশনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিন-এর মতো সংগঠনের গুরুত্বপূর্ণ সদর দফতর এই হামলায় গুঁড়িয়ে গেছে। অপারেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং নজরদারি চালিয়েছেন, এমনটাই সেনা সূত্রের দাবি।
বুধবার বিদেশসচিব বিক্রম মিশ্রি ও সেনাবাহিনীর তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়,
“জঙ্গি কার্যকলাপের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার মূল জায়গাগুলিতেই নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে।”
অন্যদিকে ভারতীয় হামলার পর পাকিস্তানের তরফে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাক সেনার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে,“সময়ে ও সুযোগে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে।”
এই পরিস্থিতিতে দেশজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা বাড়াতে BSF, CRPF, ITBP, SSB এবং CISF-এর মতো আধাসামরিক বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। নিয়ন্ত্রণ রেখাতেও অতিরিক্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। চাণক্যের বাণী উদ্ধৃত করে এক শীর্ষ আধিকারিক বলেন, “শত্রুকে কখনও দুর্বল মনে করা উচিত নয়। এখন সময় সতর্ক থাকার এবং প্রত্যুত্তরের জন্য প্রস্তুত থাকার।”