এবার থেকে ভারতের সেনা-গৌরবের এক উজ্জ্বল অধ্যায় স্থান পাচ্ছে দেশের স্কুলপাঠ্যক্রমে। ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) মতো সাহসিকতাপূর্ণ সামরিক অভিযানের বিবরণ এবার থেকে পড়ানো হবে জাতীয় শিক্ষাক্রম পর্ষদ (NCERT)-এর পাঠ্যবইয়ে। প্রাথমিকভাবে তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি স্তরে যুক্ত করা হবে এই সামরিক অভিযানের একটি করে অধ্যায়। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে এনসিইআরটি। প্রতিটি শ্রেণির পাঠ্যবইয়ে অন্তত আট থেকে দশ পৃষ্ঠার একটি বিশেষ প্রচ্ছদ তৈরি করা হচ্ছে এই ‘অপারেশন সিঁদুর’-কে (Operation Sindoor) কেন্দ্র করে।
পাঠ্যবইয়ের এই নতুন সংযোজনের মূল লক্ষ্য, ছাত্রছাত্রীদের ভারতীয় সেনার বীরত্ব এবং জাতীয় নিরাপত্তার প্রতি সচেতন করে তোলা (Operation Sindoor)। একইসঙ্গে পাকিস্তান-পৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং কৌশলগত জবাব কীভাবে বাস্তবায়িত হয়েছে, তা তুলে ধরা হবে ভবিষ্যৎ প্রজন্মের সামনে।
চলতি বছরের ২৭ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসের সাক্ষী ছিল দেশ। পাক মদতপুষ্ট জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ২৬ জন নিরীহ পর্যটককে। ওই ঘটনার রেশ কাটার আগেই, ৭ মে ভারত জবাব দেয় এক নির্ভুল ও সুনিয়ন্ত্রিত এয়ার স্ট্রাইকে। ‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে তীব্র আঘাত হানে। অত্যন্ত কৌশলী ও সুনিপুণ এই সামরিক অভিযানে ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গি আস্তানা। সেনাবাহিনীর সেই সাফল্যের গাঁথাই এবার ছেলেমেয়েদের পাঠ্যসূচির অংশ হতে চলেছে (Operation Sindoor)।
এনসিইআরটি সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে। একই সঙ্গে দেশের নিরাপত্তা, সন্ত্রাস দমন, কূটনীতি এবং সামরিক সজাগতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কেও প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবে ছাত্রছাত্রীরা। শুধুমাত্র সেনার গৌরবগাথাই নয়, ভবিষ্যতে দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতি সচেতন এবং দায়িত্ববান নাগরিক হয়ে ওঠার প্রাথমিক ভিত তৈরি হবে এই শিক্ষার মধ্য দিয়ে (Operation Sindoor)।
এছাড়াও, মহাকাশ গবেষণায় ভারতের অগ্রগতিও এবার তুলে ধরা হবে পাঠ্যক্রমে। ৪১ বছর পর কোনও ভারতীয় হিসেবে শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা— এই ঐতিহাসিক কৃতিত্বকেও অন্তর্ভুক্ত করা হবে পাঠ্যবইয়ে। এতে ছাত্রছাত্রীরা দেশের বিজ্ঞানচর্চা ও মহাকাশ গবেষণার উন্নত পরিধি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।
এর আগে উরি ও পুলওয়ামার মতো ঘটনা পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হল ‘অপারেশন সিঁদুর’-এর মতো আর এক গৌরবময় অধ্যায়। এনসিইআরটি-র এই সিদ্ধান্ত যে নতুন প্রজন্মের মনে দেশাত্মবোধ ও সেনার প্রতি শ্রদ্ধার বার্তা পৌঁছে দেবে, তা নিয়ে সন্দেহ নেই।