সিকিম (Sikim), একটি পড়শি রাজ্য, সারা বছরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। উইকএন্ডে তিন-চার দিনের সংক্ষিপ্ত ছুটি হোক বা দীর্ঘ ছুটির পরিকল্পনা, সিকিমের (Sikim) বিভিন্ন স্থানে ভ্রমণ করতে বাংলা সহ বিভিন্ন রাজ্যের পর্যটকরা ভিড় করেন। তবে এবার সিকিমে (Sikim) প্রবেশ আর আগের মতো বিনামূল্যে নয়। সিকিম সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে রাজ্যে প্রবেশের (Sikim) জন্য পর্যটকদের এন্ট্রি ফি দিতে হবে।
সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলস-এর আওতায় এখন থেকে প্রতিটি পর্যটকের জন্য ৫০ টাকা করে এন্ট্রি ফি ধার্য করা হয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থেই এই ফি নেওয়া হবে এবং হোটেলে চেক-ইনের সময় পর্যটকদের কাছ থেকে এই অর্থ আদায় করা হবে।
জানা গেছে, সকল পর্যটকেরই এই এন্ট্রি ফি প্রদান করতে হবে। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনও ফি প্রযোজ্য হবে না। পাশাপাশি, সরকারি কাজে আসা ব্যক্তিরাও এই ফি থেকে ছাড় পাবেন। একবার এন্ট্রি ফি দেওয়ার পর পর্যটকরা টানা ৩০ দিন সিকিমে থাকতে পারবেন। তবে যদি কোনও পর্যটক একই মাসে দ্বিতীয়বার সিকিম ভ্রমণ করেন, তাহলে তাকে পুনরায় এন্ট্রি ফি দিতে হবে। সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ৫০ টাকা ব্যবহার করা হবে রাজ্যের পর্যটন পরিকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জন্য পরিষেবা আরও উন্নত করার উদ্দেশ্যে। পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যার কারণে পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। স্থানীয় সংস্কৃতি এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেই যাতে পর্যটকদের আতিথেয়তা দেওয়া যায়, তার জন্যই এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। চলতি মার্চ মাস থেকেই এই ফি চালু হয়েছে।