Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Kashmir: জেল ভেঙে আসামীদের বার করার ছক জঙ্গিদের! কাশ্মীর জুড়ে নতুন করে বাড়ানো হল নিরাপত্তা
দেশ

Kashmir: জেল ভেঙে আসামীদের বার করার ছক জঙ্গিদের! কাশ্মীর জুড়ে নতুন করে বাড়ানো হল নিরাপত্তা

Email :21

জম্মু-কাশ্মীরে ফের সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা (Kashmir)। এবার জঙ্গিদের নিশানায় উপত্যকার (Kashmir) জেলগুলো। গোয়েন্দা সূত্রে খবর, শ্রীনগরের (Kashmir) সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেলে হামলার ছক কষছে জঙ্গিরা। এই জেলগুলিতে (Kashmir) বর্তমানে বন্দি রয়েছে একাধিক হাই-প্রোফাইল জঙ্গি ও স্লিপার সেলের সদস্য।

গোয়েন্দাদের মতে, জেলবন্দি এই জঙ্গিরা অতীতে উপত্যকায় হামলা সংগঠনে রসদ, আশ্রয় এবং তথ্য জোগানোর কাজে যুক্ত ছিল। বর্তমানে এরা জেলে থাকায় জঙ্গিদের অপারেশনে অসুবিধা তৈরি হয়েছে। তাই তাদের মুক্ত করতেই জেলে সরাসরি হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।

সতর্কবার্তা পাওয়ার পরেই বাড়ানো হয়েছে জম্মু-কাশ্মীরের জেলগুলির নিরাপত্তা। সিআইএসএফ (CISF)-এর ডিরেক্টর জেনারেল রবিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে নিরাপত্তা পর্যালোচনা করেন। উল্লেখ্য, ২০২৩ সালে সিআরপিএফের কাছ থেকে জম্মু-কাশ্মীরের জেল নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল সিআইএসএফ।

এনআইএ সূত্রে আরও জানা গেছে, পহেলগাঁও হামলার পর দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে রয়েছে একাধিক জঙ্গি। তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ও রসদ থাকায় তারা জঙ্গল ছেড়ে বেরোচ্ছে না। যে কোনো সময় তারা ফের বড় হামলার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts