ভারতের অন্যতম গোপন এবং গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর নতুন প্রধান (RAW Chief) হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ আইপিএস অফিসার পরাগ জৈন। নরেন্দ্র মোদী সরকারের তরফে শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ১৯৮৯ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের এই অফিসার(RAW Chief) ১ জুলাই থেকে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান RAW প্রধান রবি সিনহার মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে, তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পরাগ জৈন।
পরাগ জৈনের (RAW Chief) নাম গোয়েন্দা মহলে দীর্ঘদিন ধরেই পরিচিত। ‘সুপার স্লুথ’ নামে খ্যাত এই গোয়েন্দা অফিসার HUMINT (human intelligence) ও TECHINT (technical intelligence)-এর যুগল প্রয়োগে দক্ষ, যা সাম্প্রতিক একাধিক উচ্চ-ঝুঁকির অভিযানে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছে বলে সূত্রের খবর।
বিশেষত ‘অপারেশন সিঁদুর’-এর ক্ষেত্রে তাঁর (RAW Chief) নেতৃত্বে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত মিসাইল হামলা চালানো সম্ভব হয়েছিল। যদিও হামলা কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়, তবে এই কার্যকরী ‘স্ট্রাইক’-এর পেছনে ছিল বছরব্যাপী গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নেটওয়ার্ক গড়ে তোলার পরিশ্রম (RAW Chief)।
কাশ্মীরের মতো সংবেদনশীল অঞ্চলে মাঠ পর্যায়ে বহু অভিজ্ঞতা থাকা পরাগ জৈনের এই নিয়োগ আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির পটভূমিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁর পদ্ধতিগত চিন্তাভাবনা, প্রচারবিমুখ মনোভাব এবং ঠাণ্ডা মাথার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা তাঁকে RAW-প্রধান পদের জন্য আদর্শ করে তুলেছে।
পাঞ্জাবে ডিরেক্টর জেনারেল অব পুলিশ (DGP)-এর পদে পদোন্নতি পেলেও তখন তিনি কেন্দ্রে ডেপুটেশনে ছিলেন, তাই ন্যায্য সুবিধা পাননি। তবে কেন্দ্রীয় পর্যায়ের DGP পদে নিয়োগযোগ্য হিসেবে তাঁর নাম আগেই অনুমোদিত হয়েছিল। পরাগ জৈন কানাডা ও শ্রীলঙ্কায় ভারতের প্রতিনিধিত্বও করেছেন অতীতে।
মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি (Appointments Committee of the Cabinet) ২৮ জুন তাঁর নাম অনুমোদন করে, যার মধ্য দিয়ে রবি সিনহার উত্তরসূরী কে হবেন সেই দীর্ঘ জল্পনার অবসান হল।