Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • জন্মদিনে ডেলিভারিতে বেরিয়ে আর ফিরলেন না কার্তিক… হায়াবুসার সঙ্গে ধাক্কা, আগুনে পুড়ে মৃত্যু দুই তরুণের
দেশ

জন্মদিনে ডেলিভারিতে বেরিয়ে আর ফিরলেন না কার্তিক… হায়াবুসার সঙ্গে ধাক্কা, আগুনে পুড়ে মৃত্যু দুই তরুণের

mysuru
Email :14

কর্ণাটকের মাইসুরু (Mysuru) শহরে ৬ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাইকচালক। একটি হায়াবুসা সুপারবাইক ও এক জোমাটো ডেলিভারি বয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের, অপরজনও পরে মারা যান হাসপাতালে (Mysuru)।

ঘটনাটি ঘটে মাইসুরুর (Mysuru) ব্যস্ত রাস্তায়, যেখানে একটি হায়াবুসা বাইক অত্যন্ত দ্রুতগতিতে ছুটে এসে সামনে থাকা জোমাটো ডেলিভারির বাইকে সজোরে ধাক্কা মারে। গোটা ঘটনা ধরা পড়েছে আশপাশের একটি সিসিটিভি ক্যামেরায় (Mysuru)।

প্রচণ্ড জোরে ধাক্কার ফলে জোমাটো ডেলিভারি রাইডার কার্তিক ঘটনাস্থলেই প্রাণ হারান । অন্যদিকে, হায়াবুসা চালক সাঈদ সারুন, যিনি চামরাজনগরের বাসিন্দা বলে জানা গেছে, তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে যান। সংঘর্ষের পর তাঁর মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং শরীরে মারাত্মকভাবে দগ্ধ হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর নারসিমহারাজা (এনআর) ট্রাফিক থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সঠিক কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে ।

প্রত্যক্ষদর্শীদের মতে, হায়াবুসা বাইকটি প্রচণ্ড গতিতে ছুটে আসছিল, এবং চালক নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে। দুই তরতাজা প্রাণ এভাবে অকালে ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts