Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • টিউশন ক্লাসে যেতে বলায় ১৪ বছরের ছেলের আত্মহত্যা! কান্দিভলিতে চাঞ্চল্যকর ঘটনা
দেশ

টিউশন ক্লাসে যেতে বলায় ১৪ বছরের ছেলের আত্মহত্যা! কান্দিভলিতে চাঞ্চল্যকর ঘটনা

crime
Email :2

মুম্বইয়ের কান্দিভলিতে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক আত্মহত্যায় স্তব্ধ শহর (Mumbai)। পুলিশ জানায়, টিউশন ক্লাসে যেতে জোর দেওয়ায় আত্মঘাতী হয় ছেলেটি। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায়, যখন ওই কিশোর ব্রুক বিল্ডিংয়ের উপরের তলা থেকে ঝাঁপ দেয়।

নিহত কিশোরের নাম পান্ত আরতি মাকওয়ানা (Mumbai)। তার মা জানিয়েছেন, সন্ধ্যা ৭টা নাগাদ ছেলেকে টিউশনে যেতে বলেন তিনি। কিন্তু সে অনীহা দেখায়। বারবার বলার পর সে বাড়ি থেকে বেরিয়ে যায়, মা ভেবেছিলেন সে যথারীতি টিউশনেই যাচ্ছে (Mumbai)।

কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বাড়ির ওয়াচম্যান এসে জানায়, ছেলেটি নিচে পড়ে গিয়েছে। ছুটে গিয়ে মা দেখেন, রক্তে ভেসে যাচ্ছে তার ছেলে। সঙ্গে সঙ্গেই স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয় (Mumbai)।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। পরিবারের তরফেও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু জানানো হয়নি। প্রাথমিকভাবে একটি ‘আকস্মিক মৃত্যুর মামলা’ (Accidental Death Report) রুজু করা হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

এই করুণ ঘটনায় কিশোরের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া। কীভাবে শুধুমাত্র পড়াশোনার চাপ একজন কিশোরকে এমন চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য করল, তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts