Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • স্টুডিওয় শিশুবন্দি, পুলিশের গুলি… রোহিতের অতীত কী বলছে?
দেশ

স্টুডিওয় শিশুবন্দি, পুলিশের গুলি… রোহিতের অতীত কী বলছে?

rk studio
Email :2

মুম্বইতে ১৭ শিশু ও দুই প্রাপ্তবয়স্ককে বন্দি করে তোলপাড় করা রোহিত আর্যর অতীত থেকে বেরোচ্ছে একের পর এক তথ্য ( Mumbai Hostage Case)। কেবল স্টুডিওয় ভয়াবহ জিম্মি নাটকই নয়, তার আগে তিনি জড়িয়ে পড়েছিলেন দীর্ঘ ভাড়াবাড়ি বিতর্কেও। সেখানেও মালিককে ক্ষতিপূরণ দাবি, পুলিশের হস্তক্ষেপ— সব মিলিয়ে রীতিমতো অস্থির ঘটনা ঘটেছিল। এবার সেই পুরনো বিরোধই ফের আলোচনায় ( Mumbai Hostage Case)।

জানা গিয়েছে, ২০২৪ সালের ২৮ অক্টোবর ক্থরুডের শিবতীর্থ নগর এলাকায় দেড়শো জনের সোসাইটিতে রোহিত স্ত্রী অঞ্জলি আর্যার নামে ফ্ল্যাট ভাড়া নেন ( Mumbai Hostage Case)। ৩ বছরের চুক্তি, মালিক দেশপান্ডে। প্রথম দিকটা স্বাভাবিক থাকলেও সময়ের সঙ্গে সমস্যা তৈরি হয়। প্রতিবেশীদের অভিযোগ, রোহিত-অঞ্জলির আচরণ ছিল অত্যন্ত অশোভন। বারবার সতর্ক করা সত্ত্বেও বদল না আসায় বাড়িওয়ালা নোটিস দেন মাসের মধ্যে বাড়ি খালি করতে ( Mumbai Hostage Case)।

তবে রোহিত রাজি হননি। শুনতে পাওয়া অভিযোগ, তিনি ভাড়া দিতেও বন্ধ করে দেন। ২ মার্চ ২০২৫-এ মালিক আইনি নোটিস পাঠান। পাল্টা রোহিত দাবি করেন, সবই ষড়যন্ত্র, এবং বাড়ি ছাড়তে চাইলে তাঁকে দিতে হবে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ( Mumbai Hostage Case)। ২৪ ও ২৯ মার্চ ফের চিঠি আদানপ্রদান হয়। শেষে মালিক বাধ্য হয়ে ১.৭৫ লক্ষ টাকায় সমঝোতার কাগজ করেন। তবুও নাকি দম্পতি সরলেন না। পরে পুলিশে অভিযোগ যেতেই মে মাসে ফ্ল্যাট ছাড়েন তাঁরা এবং আত্মীয়ের কাছে চলে যান।

এর কয়েক মাস পরেই ঘটে চাঞ্চল্যকর বন্দি-ড্রামা। ৩০ অক্টোবর পওয়াইয়ের আরএ স্টুডিওয় অডিশনের নামে ১৭ শিশু ও দুই জনকে ডেকে আটকে রাখেন রোহিত। পরিস্থিতি মুহূর্তে উত্তপ্ত। টানা দুই ঘণ্টার টানটান জিম্মি ঘটনা। পেছনের দিক দিয়ে ঢুকে অভিযানে নামে পুলিশ। গুলিবিদ্ধ হন রোহিত, পরে হাসপাতালে মৃত্যু ( Mumbai Hostage Case)।

ঘটনার আগে তোলা এক ভিডিওতে রোহিত ( Mumbai Hostage Case) দাবি করেন, মহারাষ্ট্রের শিক্ষা দপ্তরের বকেয়া টাকার কারণেই তিনি এই পদক্ষেপ করছেন। সরকার অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। বাচ্চাদের সকলেই সুস্থ, পরিবারে ফিরেছেন। কিন্তু প্রশ্ন এখনই—নিরাপত্তার চোখ ফাঁকি দিয়ে কীভাবে এমন ভয়াবহতা সম্ভব হল?

মুম্বই পুলিশ বলছে, রোহিতের মানসিক অবস্থা ও সাম্প্রতিক আচরণ নিয়ে তদন্ত চলছে। ভাড়াবাড়ির বিবাদ থেকে স্টুডিওর রুদ্ধশ্বাস জিম্মিকাণ্ড— রোহিত আর্য-র জীবন যেন এক অন্ধকার থ্রিলার। শেষ দৃশ্যে হস্তক্ষেপ করল পুলিশি গুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts