শনিবার সকালে (Mumbai Attack) ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঐতিহাসিক তাজ মহল প্যালেস হোটেলকে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া যায়।
এই হুমকি-বার্তা ইমেল মারফত পাঠানো হয় মুম্বই এয়ারপোর্ট থানায় (Mumbai Attack), প্রেরকের নাম-পরিচয় এখনও জানা যায়নি। ইমেলটিতে বলা হয়েছে, খুব শীঘ্রই বিমানবন্দর ও তাজ হোটেলে (Mumbai Attack) বিস্ফোরণ ঘটানো হবে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, এই হুমকির সঙ্গে (Mumbai Attack) আফজল গুরুর নাম জুড়ে দেওয়া হয়েছে। ইমেলে লেখা রয়েছে, ২০০১ সালের সংসদ হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আফজল গুরুকে “অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে”।
উল্লেখ্য, আফজল গুরু ছিলেন পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। তাঁকে ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হয়, রাষ্ট্রপতির দয়া আবেদন খারিজের পর। ঘটনার পরপরই মুম্বই পুলিশ অজানা প্রেরকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সাইবার ইউনিট ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্যে ইমেল প্রেরকের পরিচয় ও অবস্থান জানার চেষ্টা চলছে। শুক্রবার মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে, আগামী তিন মাসের জন্য “ইন্দো থাই এয়ারপোর্ট সার্ভিসেস” গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকবে।
আদানি এয়ারপোর্ট হোল্ডিংস সেলেবি নামক তুরস্ক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে তুর্কি সংস্থাটির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে, যার ফলে মুম্বই ও আহমেদাবাদ বিমানবন্দরের সঙ্গে সংস্থার চুক্তিও শেষ হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দো থাই-কে অন্তর্বর্তীকালীন হ্যান্ডলিং সংস্থা হিসেবে নিয়োগ করা হয়েছে, যাতে যাত্রী ও এয়ারলাইন্স পরিষেবায় কোনও সমস্যা না হয়।