Shopping cart

TnewsTnews
  • Home
  • ভাইরাল
  • Pulwama encounter: পুলওয়ামা এনকাউন্টার, জঙ্গিকে আত্মসমর্পণের অনুরোধ মায়ের, কিন্তু…
দেশ

Pulwama encounter: পুলওয়ামা এনকাউন্টার, জঙ্গিকে আত্মসমর্পণের অনুরোধ মায়ের, কিন্তু…

Email :5

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার (Pulwama encounter) ট্রাল এলাকার নাদের গ্রামে বৃহস্পতিবার সকালে জইশ-ই-মহম্মদ (JeM)-এর তিন জঙ্গির সঙ্গে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে শেষ হয় এক নাটকীয় অধ্যায়। এরই মাঝে একটি ভিডিও ভাইরাল হয়েছে (Pulwama encounter), যেখানে নিহত জঙ্গি আমির নাজির ওয়ানিকে (Pulwama encounter) তার মা ভিডিও কলে অনুরোধ করছেন আত্মসমর্পণ করতে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়ানি একটি AK-47 রাইফেল হাতে নিয়ে তার মায়ের সঙ্গে কথা বলছে। মা কাঁদতে কাঁদতে বলছেন, “বাবা, আত্মসমর্পণ করো”, কিন্তু জঙ্গি পুত্র জবাব দেয়, “আর্মি আসুক আগে, তারপর দেখা যাবে।” এটাই ছিল তাদের শেষ কথা।

এই ভিডিও কলটি ওই বাড়ি থেকে করা হয়, যেখানে ওয়ানি লুকিয়ে ছিল। শুধু মা নন, ওয়ানির বোন এবং নিহত অন্য জঙ্গি আসিফ আহমেদ শেখের বোনও ওই কলের সময় কথা বলেন।

এদিন সকালের এই অভিযানে জইশ-ই-মহম্মদ সংগঠনের তিন জঙ্গি নিহত হয় — আমির নাজির ওয়ানি, আসিফ আহমেদ শেখ এবং ইয়াওয়ার আহমেদ ভাট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় সেনা ও পুলিশ বাহিনী।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি ভিকে বার্ডি জানিয়েছেন, এই জঙ্গিদের ২২ এপ্রিল পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলায় জড়িত থাকার সম্ভাবনা রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts