Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Modi Doval Meeting: উত্তেজনার আবহে ফের মোদীর সঙ্গে ডোভালের রুদ্ধদ্বার বৈঠক! নতুন অভিযানের প্রস্তুতি শুরু
দেশ

Modi Doval Meeting: উত্তেজনার আবহে ফের মোদীর সঙ্গে ডোভালের রুদ্ধদ্বার বৈঠক! নতুন অভিযানের প্রস্তুতি শুরু

Email :2

আজ সকালে সর্বদলীয় বৈঠনের আগে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Modi Doval Meeting)। সূত্রের দাবি, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে (Modi Doval Meeting)। মনে করিয়ে দেওয়া যায়, গত ৬ মে ডোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের ‘অপারেশন সিঁদুরে’ কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি (Modi Doval Meeting)। সেই হামলায় পাক ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী (Modi Doval Meeting)।

পাক বিদেশমন্ত্রীর বিতর্কিত দাবি:

এদিকে, গতকাল রাতে পাক বিদেশমন্ত্রী ইশাক দার তুরস্কের সংবাদমাধ্যম TRT-কে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে নাকি সরাসরি যোগাযোগ হয়েছে। যদিও ভারতের তরফ থেকে এই দাবি অস্বীকার করা হয়নি ঠিকই, তবে এখনও পর্যন্ত সরকারিভাবে এমন কোনও তথ্য জানানো হয়নি।

কিছুদিন আগেই পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আইএসআই প্রধান অসিম মালিক। সেই প্রেক্ষাপটেই এই ‘যোগাযোগের’ দাবি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ভারতের অবস্থান স্পষ্ট:

৬ ও ৭ মে-র মধ্যবর্তী রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে চালানো বিমান হামলার পর, অজিত ডোভাল একাধিক দেশের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্ট জানান, ভারত উত্তেজনা বাড়াতে চায় না, তবে প্ররোচনা এলে যথাযথ এবং শক্তিশালী জবাব দেবে। অর্থাৎ শান্তিপূর্ণ মনোভাব বজায় রাখার ইচ্ছা থাকলেও, আত্মরক্ষার জন্য ভারত প্রস্তুত—এটাই ছিল ভারতের বার্তা।

বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠককে কেন্দ্র করে কূটনৈতিক ও সামরিক স্তরে জোর আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts