সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর ফের একবার দেশজুড়ে বাড়ানো হচ্ছে সতর্কতা। পাকিস্তান সীমান্তঘেঁষা রাজ্যগুলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় উদ্যোগে চালানো হবে ‘মক ড্রিল’ (Mock Drill)। এমনটাই জানানো হয়েছে সরকারের তরফে।
এই মহড়া (Mock Drill) অনুষ্ঠিত হবে গুজরাট, পঞ্জাব, রাজস্থান এবং জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিতে। ওই সব রাজ্যের সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ড্রিল চলাকালীন (Mock Drill) সাইরেন বাজানো হবে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপের অনুশীলন করা হবে।
প্রসঙ্গত, এর আগেও চলতি মাসের ৮ তারিখে সারাদেশে একযোগে এমন মহড়া হয়েছিল। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঠিক পরদিন ৭ মে রাতেই ভারতীয় বায়ুসেনা অপারেশন ‘সিঁদুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। তার পরপরই দেশের একাধিক রাজ্যে যুদ্ধকালীন পরিস্থিতির অনুশীলন হিসেবে মক ড্রিল হয়।
ড্রিল চলাকালীন সাধারণ মানুষকে কীভাবে নিরাপদে থাকতে হবে, সাইরেন শোনার সঙ্গে সঙ্গে কী কী পদক্ষেপ নিতে হবে, যেমন: আলো নিভিয়ে রাখা, আশ্রয়স্থলে চলে যাওয়া, সেই সমস্ত দিকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভারতীয় সেনার সতর্ক অবস্থান ও সীমান্তে পাক আগ্রাসনের বিরুদ্ধে কড়া জবাবের প্রেক্ষিতেই এই প্রস্তুতি। এখনও সীমান্তে বিপদের আশঙ্কা পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকরা।











