Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • ‘স্টান্ট’ করতে গিয়েই সর্বনাশ! কাদামাটিতে আটকে পড়ল কোটি টাকার মার্সিডিজ—কে দেবে জবাব?
দেশ

‘স্টান্ট’ করতে গিয়েই সর্বনাশ! কাদামাটিতে আটকে পড়ল কোটি টাকার মার্সিডিজ—কে দেবে জবাব?

gujarat beach
Email :4

সপ্তাহান্তে সুরাটের দুমাস সৈকতে (Gujarat) ঘটে গেল এক বিতর্কিত ঘটনা। রীতিমতো স্টান্ট দেখাতে গিয়ে বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালিয়ে ঢুকে পড়া হল সৈকতের কাদামাটিতে, আর তার ফল—গাড়ি পুরোপুরি গেঁথে গেল বালির মধ্যে! মুহূর্তে ভাইরাল হল সেই ঘটনার ভিডিও। শুরু হল তীব্র প্রশ্ন—এত কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে চলল এই দাপট (Gujarat)?

১৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে প্রায় জলরেখার কাছে এক মার্সিডিজ গাড়ি (Gujarat) কাদামাটির মধ্যে আটকে আছে। গাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছেন যাত্রীরা, কিন্তু কোনওভাবেই গাড়ি সরানো সম্ভব হচ্ছে না। স্থানীয় সূত্রের খবর, নির্দিষ্টভাবে গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই যুবকরা নিয়ম ভেঙে দুমাস বিচে গাড়ি নিয়ে ঢুকেছিলেন (Gujarat)। এবং জোয়ার-ভাটার খেলার ফাঁদেই ধরা পড়ল গাড়ি। জল নেমে যাওয়ার পর নরম বালিতে সম্পূর্ণভাবে আটকে গেল গাড়ির চাকা।

সেই সময় কেউ একজন ভিডিও ধারণ করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া তীব্র (Gujarat)। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের নজরদারির অভাবেই বারবার এমন ঘটনা ঘটছে। পর্যাপ্ত সতর্কতামূলক বোর্ড, পুলিশ টহল থাকা সত্ত্বেও প্রতিদিনই কেউ না কেউ নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রের ধারে গাড়ি চালিয়ে যাচ্ছেন।

এই ঘটনার পরে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনও আইনি পদক্ষেপ বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে স্থানীয় মানুষদের প্রশ্ন—এভাবেই কি চলবে? একের পর এক গাড়ি সৈকতে ঢুকে পরিবেশের ক্ষতি করছে, নিয়ম ভাঙছে—আর প্রশাসন নিশ্চুপ?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts