Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • Fire breaks Out: উজ্জ্বয়নের মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ আগুন, সিসিটিভি রুমের ব্যাটারি থেকেই সূত্রপাতের আশঙ্কা
দেশ

Fire breaks Out: উজ্জ্বয়নের মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ আগুন, সিসিটিভি রুমের ব্যাটারি থেকেই সূত্রপাতের আশঙ্কা

Email :29

মধ্যপ্রদেশের উজ্জ্বয়নে অবস্থিত ঐতিহ্যবাহী মহাকালেশ্বর মন্দিরে ভয়াবহ আগুনের (Fire Breaks Out) ঘটনা ঘটেছে। রবিবার মন্দিরের ‘শঙ্খ দ্বার’-এর উপরের অংশে আচমকাই আগুন (Fire Breaks Out) লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন (Fire Breaks Out) ছড়িয়ে পড়ে এবং গোটা অংশ দাউ দাউ করে জ্বলতে (Fire Breaks Out) থাকে। আগুন এতটাই তীব্র ছিল যে ১ কিলোমিটার দূর থেকেও ধোঁয়ার কুন্ডলী (Fire Breaks Out) স্পষ্ট দেখা যাচ্ছিল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে। সৌভাগ্যবশত, এই ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, মন্দিরের সিসিটিভি কন্ট্রোল রুমের উপরে রাখা ব্যাটারিতে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং পূজার্চনায় কোনও ব্যাঘাত ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts